Ajker Patrika

ন্যাপের সঙ্গে বিএন‌পির সংলাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ন্যাপের সঙ্গে বিএন‌পির সংলাপ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) সঙ্গে সংলাপ করেছে বিএনপি। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ন্যাপ চেয়ারম্যান আজহারুল ইসলামের নেতৃত্বে দল দুটির প্রতিনিধিরা এ সংলাপে অংশ নেন। 

সংলাপ শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আজকে একটা গণঅভ্যূত্থান সৃষ্টি করে এদের (সরকার) ক্ষমতা থেকে সরিয়ে, পদত্যাগে বাধ্য করে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা জরুরী হয়ে পড়েছে। গণতন্ত্রের মুক্তি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করাসহ নানা বিষয় নিয়ে সংলাপে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি এবং আলোচনার মাধ্যমে গণআন্দোলন গড়ে তোলার বিষয়ে একমত হয়েছি। 

এসময় ন্যাপ চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। আলোচনার মূল দাবিগুলোতে আমরা একমত হয়েছি। 

গত ২৪ মে নাগরিক ঐক্যর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা করে বিএনপি। এরই মধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে সংলাপ করেছে দলটি। এরই ধারাবাহিকতায় ন্যাপের সঙ্গেও সংলাপে বসলো তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত