Ajker Patrika

উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৪, ০০: ৫৭
উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা: কাদের

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যেসব এমপি-মন্ত্রীর স্বজনেরা ভোটে রয়েছেন, তাঁদের বিষয়ে আওয়ামী লীগ সময়মতো ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

বৈঠকে উপজেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘না, হয়নি।’ 

উপজেলায় নির্দেশ অমান্যকারীদের শাস্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি সেটা বলব না, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আমি আপনাদের বরাবর একই কথা বলেছি যে, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। ৩০ তারিখে কোনো সিদ্ধান্ত আসবে এ বিষয়ে কিন্তু আমি কিছু বলিনি। এখনো একই কথা বলব, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’ 

কার্যনির্বাহী কমিটির আলোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি, ১৫ আগস্ট, ২১ আগস্টের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মূল আলোচনা হয়েছে দলের হীরক জয়ন্তী, ৭৫ বছরের কর্মসূচি নিয়ে। এ বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী জাঁকজমকভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে আমরা সম্পাদকমণ্ডলীর বৈঠক করব।’ 

 ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটি আত্মপ্রকাশ করে। এরপর ১৯৫৫ সালে ধর্মনিরপেক্ষতার চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিষ্ঠার জন্য মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত