Ajker Patrika

জি এম কাদেরের সম্পদ বেড়েছে ৩ গুণ

রংপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯: ৫৪
Thumbnail image

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চারবারের জাতীয় সংসদ সদস্য। পেশায় তিনি একজন রাজনীতিবিদ। পাঁচ বছরের ব্যবধানে তাঁর সম্পদ বেড়েছে তিন গুণের বেশি। সেই সঙ্গে দ্বিগুণের বেশি সম্পদ বেড়েছে তাঁর স্ত্রী শেরীফা কাদেরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।

হলফনামায় দেখা গেছে যায়, জি এম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে নির্বাচনের সময় উল্লেখ করেছিলেন, তাঁর নগদ ছিল ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য স্ত্রী শেরীফা কাদেরের নগদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা, পাঁচ বছর পর ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।

এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। তাঁর স্ত্রীর পাঁচ বছর আগে ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা, বর্তমানে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা। 
পাঁচ বছর আগে মামলা না থাকলেও এবার জি এম কাদেরের নামে ফৌজদারি মামলা রয়েছে। সেটি বিচারাধীন। এ ছাড়া তিনি ঋণমুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত