Ajker Patrika

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১৮
চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ 

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। খন্দকার মোশাররফের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আখতার ও দুই ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেনও ফিরেছেন বলে জানান দিদার।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসা খন্দকার মোশাররফকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা, দাউদকান্দি, তিতাস, হোমনা এবং মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

এ সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মোশাররফ বলেন, ‘আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতা-কর্মী, সমর্থকেরা দোয়া করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’

গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত