নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের অধীনে নির্বাচনকালীন সরকারের দাবি জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের মহাসচিবকেও আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ফর্মুলা’বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিজেপি।
সংবাদ সম্মেলনে বিজেপির প্রতিষ্ঠাতা মিঠুন চৌধুরী বলেন, “বর্তমান সময়ে দেশে একটি রাজনৈতিক দেউলিয়াপনা চলছে। সঠিক নির্বাচনব্যবস্থা নেই বিধায় এই অবস্থা বিরাজ করছে। এ থেকে জাতি মুক্তি চায়। শুধু জাতিসংঘ দায়িত্ব নিলেই সেটা সম্ভব। আমরা চাই ‘জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠন’। সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। সময় থাকবে তিন মাস এবং সেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। সেটাই আমাদের প্রত্যাশা।”
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশ জনতা পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা প্রদান করবে এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে গণসংযোগ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার হবে মানবতার সরকার, আমাদের সরকার হবে জবাবদিহির সরকার। সেই পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আমরা কিছু গুণগত পরিবর্তন আনব। তার মধ্যে রয়েছে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের রাজনীতিতে এটি প্রতিষ্ঠা করা হবে। রাজনীতিতে কালো শব্দটা পরিহার করা হবে। সংখ্যালঘুদের জন্য পৃথক সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন ও বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে নির্যাতিত পরিবারগুলোকে আইনি সব সহযোগিতা প্রদান করা হবে। শুধু ঢাকাকেন্দ্রিক প্রশাসন নয়, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হবে। প্রত্যেক বিভাগকে প্রাদেশিক সরকারে রূপান্তরিত করা হবে।’
সংবাদ সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় সংসদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের অধীনে নির্বাচনকালীন সরকারের দাবি জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের মহাসচিবকেও আহ্বান জানিয়েছে দলটি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ফর্মুলা’বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিজেপি।
সংবাদ সম্মেলনে বিজেপির প্রতিষ্ঠাতা মিঠুন চৌধুরী বলেন, “বর্তমান সময়ে দেশে একটি রাজনৈতিক দেউলিয়াপনা চলছে। সঠিক নির্বাচনব্যবস্থা নেই বিধায় এই অবস্থা বিরাজ করছে। এ থেকে জাতি মুক্তি চায়। শুধু জাতিসংঘ দায়িত্ব নিলেই সেটা সম্ভব। আমরা চাই ‘জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠন’। সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। সময় থাকবে তিন মাস এবং সেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। সেটাই আমাদের প্রত্যাশা।”
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশ জনতা পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা প্রদান করবে এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে গণসংযোগ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার হবে মানবতার সরকার, আমাদের সরকার হবে জবাবদিহির সরকার। সেই পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আমরা কিছু গুণগত পরিবর্তন আনব। তার মধ্যে রয়েছে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের রাজনীতিতে এটি প্রতিষ্ঠা করা হবে। রাজনীতিতে কালো শব্দটা পরিহার করা হবে। সংখ্যালঘুদের জন্য পৃথক সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন ও বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে নির্যাতিত পরিবারগুলোকে আইনি সব সহযোগিতা প্রদান করা হবে। শুধু ঢাকাকেন্দ্রিক প্রশাসন নয়, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হবে। প্রত্যেক বিভাগকে প্রাদেশিক সরকারে রূপান্তরিত করা হবে।’
সংবাদ সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় সংসদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৪ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১ দিন আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১ দিন আগে