Ajker Patrika

জাতিসংঘের অধীনে নির্বাচনকালীন সরকার চায় বিজেপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫৫
জাতিসংঘের অধীনে নির্বাচনকালীন সরকার চায় বিজেপি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের অধীনে নির্বাচনকালীন সরকারের দাবি জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের মহাসচিবকেও আহ্বান জানিয়েছে দলটি।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ফর্মুলা’বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিজেপি। 

সংবাদ সম্মেলনে বিজেপির প্রতিষ্ঠাতা মিঠুন চৌধুরী বলেন, “বর্তমান সময়ে দেশে একটি রাজনৈতিক দেউলিয়াপনা চলছে। সঠিক নির্বাচনব্যবস্থা নেই বিধায় এই অবস্থা বিরাজ করছে। এ থেকে জাতি মুক্তি চায়। শুধু জাতিসংঘ দায়িত্ব নিলেই সেটা সম্ভব। আমরা চাই ‘জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠন’। সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। সময় থাকবে তিন মাস এবং সেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। সেটাই আমাদের প্রত্যাশা।” 

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশ জনতা পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা প্রদান করবে এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে গণসংযোগ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করবে। 

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার হবে মানবতার সরকার, আমাদের সরকার হবে জবাবদিহির সরকার। সেই পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আমরা কিছু গুণগত পরিবর্তন আনব। তার মধ্যে রয়েছে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের রাজনীতিতে এটি প্রতিষ্ঠা করা হবে। রাজনীতিতে কালো শব্দটা পরিহার করা হবে। সংখ্যালঘুদের জন্য পৃথক সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন ও বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে নির্যাতিত পরিবারগুলোকে আইনি সব সহযোগিতা প্রদান করা হবে। শুধু ঢাকাকেন্দ্রিক প্রশাসন নয়, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হবে। প্রত্যেক বিভাগকে প্রাদেশিক সরকারে রূপান্তরিত করা হবে।’

সংবাদ সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় সংসদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত