Ajker Patrika

কেএনএফের কার্যকলাপ বন্ধে সরকারের প্রতি আহ্বান জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০১: ৫০
Thumbnail image

পার্বত্য জেলাসমূহে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। কেএনএফের গত কয়েক দিনের সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

আজ শনিবার বিকেলে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় ব্যর্থতার জন্য তিনি হতাশা প্রকাশ করেন এবং ব্যর্থতার কারণসমূহ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জিএম কাদের বলেন, কেএনএফের সদস্যরা কয়েক দিন ধরে তাণ্ডব চালাচ্ছে বান্দরবানে। তাঁরা ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, ব্যাংক গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে। পুলিশ, থানা ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে।

দেশের জনগণের নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, এ নৃশংসতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত