নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণফোরামের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দিয়েছে দলটির একাংশের কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার ঢাকার প্রেসক্লাবে দলের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণ দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের এ অংশের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক।
গতকাল সোমবার থেকে ড. কামালকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান জগলুল হায়দার। পাশাপাশি মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয় হয়, গত ১৭ সেপ্টেম্বর প্রেসক্লাবে ড. কামাল হোসেন ও মো. মিজানুর রহমান যে কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক।
দলের এ অংশের নেতারা দাবি করেন, গণফোরামের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কহীন, দল থেকে পদত্যাগকারী, বিভেদ সৃষ্টিকারী ও নিষ্ক্রিয় কিছু ব্যক্তি গণফোরাম নাম দিয়ে কমিটি করেছে। ১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অবৈধ বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছরের ৩ ডিসেম্বর ড. কামাল হোসেনকে প্রধান উপদেষ্টা ও মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। কিন্তু তারা কেউই গণফোরামের নির্বাচিত কমিটি থেকে পদত্যাগ না করে গঠনতন্ত্র পরিপন্থী ও উপ-দলীয় কমিটির মাধ্যমে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। এমনকি ঘোষিত ওই কমিটি নির্বাচন কমিশনের সঙ্গেও প্রতারণা করেছে বলে দাবি করেন দলের এ অংশের নেতারা। এ অবস্থায় ড. কামালকে দল থেকে অব্যাহতি ও মো. মিজানুরকে বহিষ্কারের কথা জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের এই অংশের নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নাছির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলুসহ অন্যরা।
গণফোরামের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দিয়েছে দলটির একাংশের কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার ঢাকার প্রেসক্লাবে দলের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণ দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের এ অংশের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক।
গতকাল সোমবার থেকে ড. কামালকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান জগলুল হায়দার। পাশাপাশি মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয় হয়, গত ১৭ সেপ্টেম্বর প্রেসক্লাবে ড. কামাল হোসেন ও মো. মিজানুর রহমান যে কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক।
দলের এ অংশের নেতারা দাবি করেন, গণফোরামের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কহীন, দল থেকে পদত্যাগকারী, বিভেদ সৃষ্টিকারী ও নিষ্ক্রিয় কিছু ব্যক্তি গণফোরাম নাম দিয়ে কমিটি করেছে। ১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অবৈধ বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছরের ৩ ডিসেম্বর ড. কামাল হোসেনকে প্রধান উপদেষ্টা ও মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। কিন্তু তারা কেউই গণফোরামের নির্বাচিত কমিটি থেকে পদত্যাগ না করে গঠনতন্ত্র পরিপন্থী ও উপ-দলীয় কমিটির মাধ্যমে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। এমনকি ঘোষিত ওই কমিটি নির্বাচন কমিশনের সঙ্গেও প্রতারণা করেছে বলে দাবি করেন দলের এ অংশের নেতারা। এ অবস্থায় ড. কামালকে দল থেকে অব্যাহতি ও মো. মিজানুরকে বহিষ্কারের কথা জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের এই অংশের নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নাছির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলুসহ অন্যরা।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচারের অভিপ্রায়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার পাশাপ
৭ ঘণ্টা আগেজনভোগান্তি লাঘব এবং দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে চলতি মাসেই মাঠের কর্মসূচিতে যাওয়ার কথা বিএনপির। দেশব্যাপী এসব কর্মসূচি পালন করতে গেলে শরিক ও সমমনাদের সঙ্গে সুসম্পর্ক অটুট রাখা জরুরি বলে মনে করছে দলটি। এ লক্ষ্যে শরিক ও সমমনাদের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্যোগ নিয়েছেন দলের নীতিনির্ধারকেরা। তাদের সঙ্গে
৮ ঘণ্টা আগেওমরাহ পালনের উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী, দুই মেয়ে ও ছেলেসহ রওনা হন বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি দুবাইতে পৌঁছায়। ফ্লাইটে থাকা অবস্থাতেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাঁকে...
১৯ ঘণ্টা আগেদুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনের ঝালকাঠি...
১ দিন আগে