Ajker Patrika

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও দায়ীদের জন্য জাতীয় মানদণ্ড চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৫: ৩২
Thumbnail image

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে একটি জাতীয় মানদণ্ড নির্ধারণের প্রস্তাব করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

নজরুল ইসলাম খান বলেন, `অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার জন্য একটা জাতীয় মানদণ্ড আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া দরকার। দুর্ঘটনায় শ্রমিকেরা কী ক্ষতিপূরণ পাবে, নিহতেরা কী ক্ষতিপূরণ পাবে, আহতেরা কী ক্ষতিপূরণ পাবে, মালিকের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে, তা নির্ধারণ করা থাকবে এই মানদণ্ডে। একই সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনের দায়িত্বে যারা থাকবেন, তাদের দায়িত্ব পালনে অবহেলা থাকলে কী ব্যবস্থা হবে, সবকিছু মানদণ্ডে থাকা দরকার।' 

নজরুল আরও বলেন, 'মনে রাখতে হবে মানুষ কাজ করতে যায় জীবন বাঁচানোর জন্য এবং জীবিকা অর্জনের জন্য। কাজ করতে গিয়ে যদি মানুষকে অকালে জীবন দিতে হয়, তাহলে তো সেটা কারখানা না, ওটা মৃত্যুকূপ। এটা তো কোনো রাষ্ট্রের মেনে নেওয়া উচিত না। অতএব এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আশা করব রাষ্ট্র এ দায়িত্ব পালন করবে।' 

গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অনেকে। গত ১৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শনে যান এই বিএনপি নেতা। 

সংবাদ সম্মেলনে হাশেম ফুডস কারখানার অনেক ত্রুটি তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, `কারখানাটার সুনাম আছে। তারা বিদেশে পণ্য রপ্তানি করে। কিন্তু কারখানা দেখে সেটা মনে হয়নি। অতি সাধারণ কারখানার মতো। সেখানকার শেডগুলো ভালোভাবে করা হয়েছে বলে মনে হয়নি। যাওয়ার পথও সংকীর্ণ। যে কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে সমস্যা হয়েছে। অগ্নি নির্বাপণ এবং বহির্গমনের ব্যবস্থাতো ছিল না বললেই চলে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত