Ajker Patrika

ক্ষমতায় গেলে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি: তারেক রহমান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২১: ২০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের নামকরণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যাঁরা শহীদ হয়েছেন, সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন—এ রকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, সেগুলো শহীদদের নামে হবে। প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে লক্ষ্য থাকবে তাঁদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে।

দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’

বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে পক্ষ থেকে পঙ্গুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন রুহুল কবির রিজভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত