Ajker Patrika

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নাই: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, ফ্যাসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে সেজন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। আমরা বলেছি, বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না।’

আজ রোববার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। আমরা আশা করি, একটা ঐকমত্যে পৌঁছাতে পারব। আলাপ-আলোচনা হচ্ছে তবে দীর্ঘ আলোচনা কাম্য নয়।’

সংবাদ সম্মেলনে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদের মতামত আমরা বহু আগে দিয়ে দিয়েছি। যারা করছে না, এটা তো আমাদের দায়িত্ব না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে দায় বিএনপি নেবে না। এই দায় বিএনপির না।’

সংখ্যানুপাতিক ভোট (পিআর) প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘যারা এই ব্যবস্থা চাচ্ছে তাদের কাছে কি শুনেছেন তারা কেমন পিআর পদ্ধতি চায়? গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র বিভিন্নভাবে অনুশীলন হয়। আমেরিকায় যেভাবে হয় ইংল্যান্ডে সেইভাবে হয় না, ফ্রান্সে যেভাবে হয়, ভারতে তো সেইভাবে হয় না, শ্রীলঙ্কায় যেভাবে হয় বাংলাদেশে তো সেইভাবে হয় না। একেক দেশে একেক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার। তেমনই পিআর হলো একটা কনসেপ্ট বা ধারণা। এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলছেন তারা কীভাবে পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এই সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে।’

নজরুল আরও বলেন, ‘আমরা মনে করি যে, এই রাষ্ট্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে

মুরাদনগরের মা, মেয়ে ও ছেলে হত্যাকাণ্ডের হোতা চেয়ারম্যান শিমুল বিল্লাল, নেপথ্যে মাসোহারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত