Ajker Patrika

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিত অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৭: ৫২
গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব। ছবি: আজকের পত্রিকা
গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব। ছবি: আজকের পত্রিকা

একটি মহল বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মিডিয়ার কিছু অংশ ও কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন, যেগুলো সঠিক নয়। আজকে একটা মহল অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে।’

আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

গত ১৫ বছরে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিএনপি শক্ত অবস্থানে ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কত কর্মসূচি, কত সমাবেশ, কত লাঠিপেটা আপনারা দেখেছেন, আপনারা কাভার করেছেন। এখন বিএনপিকে নিয়ে এই প্রশ্নটা কেন করে? এটাকে উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আমি কী বলব?’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘একটা গোষ্ঠী বিএনপিকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালাচ্ছে। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বা কয়েকটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবেন জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। জনগণ বলতে গুটিকতক শহুরে লোক নয়, জনগণ বলতে সারা বাংলাদেশ।’

সংস্কার বিষয়ে বিএনপির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দলের প্রতিষ্ঠা জিয়াউর রহমান করেছেন। এটা বিএনপি বারবার প্রমাণ করেছে। বাক্‌স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সংসদীয় গণতন্ত্র, এমনকি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিয়ে তিন-তিনটা নির্বাচন সবকিছুই বিএনপির।’

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘মুক্তবাজার অর্থনীতি, অর্থনীতিতে বেসরকারি খাতকে নিয়ে আসা এবং ইমার্জিং টাইগার—এই সমস্ত বিশেষণে ভূষিত হয়েছে। সবকিছুই সংস্কারের মাধ্যমে বিএনপি করেছে। এই যে ভিএটি (ভ্যাট) প্রথা এটা নিয়ে কত কথা আমাদের শুনতে হয়েছে ওই সময়। এসব জিনিসগুলোকে ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা চলছে, এতে লাভ হবে না। কারণ, বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে, বিএনপির সঙ্গে থেকেছে। যা কিছু ভালো অর্জন বিএনপি সেখানে থেকেছে এবং বিএনপি নেতৃত্বে দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই-আগস্ট বিপ্লবের পক্ষের শক্তি নয়।’

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা অনেক আগে মতামত দিয়েছি। তারপর সরকার বলেছে, তারা দায়িত্ব নিয়েছে তারা করবে। এখন পর্যন্ত তারা কিছু আনেনি। আমরা যেকোনো সময়ে যেকোনো ব্যাপারে আলোচনায় সব সময় ছিলাম, এখনো আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই।’

সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হতে পারে না—বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়। যেটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের। আমরা আশা করি, সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে থানার ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে

মুরাদনগরের মা, মেয়ে ও ছেলে হত্যাকাণ্ডের হোতা চেয়ারম্যান শিমুল বিল্লাল, নেপথ্যে মাসোহারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত