Ajker Patrika

জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ পাঁচ নেতা ফের দুদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ পাঁচ নেতা ফের দুদিনের রিমান্ডে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ নেতাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। 

অন্য নেতারা হলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত। 

জামাতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গত ৭ সেপ্টেম্বর চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। চারদিনের রিমান্ড শেষে প্রত্যেককে আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এরমধ্যে পাঁচজনকে পুনরায় ১০ দিনের রিমান্ড শেষে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। আদালত শুনানি শেষে পাঁচজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে গ্রেপ্তার অন্য চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চারজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আব্দুর রব এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম। 

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা বৈঠক করছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরদিন সকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তাঁরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত