Ajker Patrika

এমপি-মন্ত্রী আর আ.লীগের কর্মীরাই বেহেশতে আছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৭: ৪৪
এমপি-মন্ত্রী আর আ.লীগের কর্মীরাই বেহেশতে আছে: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগের কর্মীরাই বেহেশতে আছে। কারণ, সরকার সমর্থকেরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছে।’ 

আজ শনিবার দুপুরে বনানীতে এলডিপির কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর সিদ্দিকীর জাতীয় পার্টিতে যোগদানের সময় এ কথা বলেন জি এম কাদের। 

জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অন্যদিকে, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরারা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে।’ 

এ সময় জাপায় যোগ দেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, মো. আব্দুল হাই নোমান, মো. জসিম উদ্দিন চৌধুরী ও মো. ফেরদৌস ফাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত