Ajker Patrika

গণ অধিকার পরিষদ কার্যালয়ের গেট ভাঙার অভিযোগে নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২: ১৩
গণ অধিকার পরিষদ কার্যালয়ের গেট ভাঙার অভিযোগে নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন। 

আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। 

ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে। 

এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত