Ajker Patrika

বুস্টার ডোজ নিচ্ছেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৮
Thumbnail image

করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা নেওয়ার পর এবার বুস্টার ডোজ নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি টিকা নেবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি জানান, খালেদা জিয়ার বুস্টার ডোজের এসএমএস এসেছে। বেলা আড়াইটা-তিনটার মধ্যে টিকা নিতে হাসপাতালে যাবেন। এ জন্য সব ব্যবস্থা করা হয়েছে। বুস্টার ডোজে খালেদা জিয়া ফাইজারের টিকা নিতে পারেন বলে জানান তিনি। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে হাতপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেরে ওঠার পর গত বছরের ৮ জুলাই তিনি ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করেন। 

 ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট থেকেই মডার্নার টিকার প্রথম ডোজ নেন খালেদা। ১৮ আগস্ট নেন দ্বিতীয় ডোজ। 

 ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকেরা। দীর্ঘ ৮১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি তিনি গুলশানের বাসায় ফেরেন। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামকে আমরা হাসপাতাল থেকে যেভাবে নিয়ে এসেছি, তেমনই আছেন। বলতে পারেন, ওনার শারীরিক অবস্থা একরকম স্থিতিশীল আছে। বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে ম্যাডাম চিকিৎসা নিচ্ছেন।’ 

 ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাঁর সাজার রায় আসে। 

দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদার পরিবারের আবেদনে তাঁকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে। 

তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আবেদন করা হলেও সরকারের তরফ থেকে সাড়া মেলেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত