Ajker Patrika

‘যারা সমাবেশ করতে গিয়ে মঞ্চ ভেঙে ফেলে তারা দেশ চালাবে কী করে’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২১: ৫১
‘যারা সমাবেশ করতে গিয়ে মঞ্চ ভেঙে ফেলে তারা দেশ চালাবে কী করে’

যারা সমাবেশ করতে গিয়ে নিজেদের ঠেলাঠেলির কারণে মঞ্চ ভেঙে ফেলে, তাদের পক্ষে কি দেশ চালানো সম্ভব—এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আজ বুধবার বিকেলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ প্রশ্ন তোলেন। 

হাছান মাহমুদ বলেন, ‘একটু আগেই একটি নিউজে দেখলাম খালেদা জিয়াকে বিদেশ পাঠানো এবং মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির একটি সমাবেশ হয়েছে। আর মঞ্চের মধ্যে নেতা-কর্মীদের ঠেলাঠেলিতে মঞ্চটাই ভেঙে গেছে। যারা সমাবেশ করতে গিয়ে নিজেদের ঠেলাঠেলির কারণে মঞ্চ ভেঙে পড়ে, তাদের পক্ষে কি দেশ চালানো সম্ভব? তাদের পক্ষে কখনো দেশ চালানো সম্ভব নয়। এরা যদি আবার সুযোগ পায়, আগে যেমন হাওয়া ভবন বানিয়েছিল, দেশের পাঁচ শ জায়গায় একযোগে বোমা হামলা হয়েছিল এবং আদালতে বোমা হামলা করেছে, বিভিন্ন জায়গায় বোমা হামলা করে মানুষ মেরেছে, তারা যদি আবার সুযোগ পায়—দেশটাকে ছারখার করে দেবে। দেশ আবার জঙ্গিবাদের অভয়ারণ্য হবে। সুতরাং তাদের ব্যাপারে আমাদের সাবধানে থাকতে হবে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ যারা এখানে শীতবস্ত্র গ্রহণ করতে এসেছেন, তাঁদের কাছে আমি সবিনয়ে অনুরোধ করতে চাই, এই করোনাকালে আপনাদের পাশে আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না। এই শীতের সময় কোন দল আপনাদের পাশে এসেছে? আওয়ামী লীগ ছাড়া কোনো দল পাশে আসে নাই। ১০ টাকা সের চাল কারা দিচ্ছে? আওয়ামী লীগ দিচ্ছে। আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ 

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান, সেটি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। পত্রিকায় দেখলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব তাঁর স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব—তিনি যেন করোনামুক্ত হয়ে আবার আগের মতো আমাদের বিরুদ্ধে কথা বলেন। তাঁদের অনুরোধ জানাই, সরকার বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারাও সবাই বুস্টার ডোজ নিন। কারণ, আমরা চাই আপনারা সুস্থ থাকুন; আমাদের বিরুদ্ধে জোর গলায় কথা বলেন।’ তিনি বলেন, ‘আমরা চাই, আপনাদের রাজনীতিটা ওই খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক জিয়ার মুক্তির দাবি থেকে বের হয়ে এসে জনগণের কাতারে আসবে। জনগণের জন্য আপনারা কিছু করবেন। এটিই আমরা প্রত্যাশা করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত