আমানুর রহমান রনি, ফরিদপুর থেকে
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদকে (এ কে আজাদ) পৌরসভার বায়তুল আমান একাডেমিক কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নৌকার সমর্থকেরা বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বেলা ২টার দিকে ফরিদপুর পৌরসভার বায়তুল আমান একাডেমি ভোটকেন্দ্র এলাকায় এ কে আজাদকে নৌকা সমর্থক ও কর্মীরা ঘেরাও করে। তাঁকে সেখানে প্রবেশে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় তিনি ওই কেন্দ্রে প্রবেশ করেন এবং এজেন্টদের বসার ব্যবস্থা করেন।
এ কে আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের সমর্থকদের বাধা দেওয়ার খবর পাচ্ছি। এখানে আমাকে নিজেকেই প্রবেশে বাধা দেওয়া হয়, আমাকে ঘেরাও করা হয়। কিছু লোক আমার ওপর হামলার চেষ্টা করে। তবে পুলিশের সহায়তায় সেখান থেকে আমি রক্ষা পেয়েছি।’
এদিকে ফরিদপুরের হালিমা গার্লস স্কুলে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় বাধা দিলে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়াসহ পাঁচজন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি এলাকার ২৪ নং পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কর্মী-সমর্থকদের মারধর করে বের করে দেওয়া হয়।
মারধরের শিকার এ কে আজাদের কর্মী অজিত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাইরে চেয়ার-টেবিল পেতে ভোটারদের ভোটার নম্বর দেওয়ার জন্য বসেছিলাম। তখন নৌকার সমর্থকেরা আমাদের ওপর হামলা করে। আমাদের ধাওয়া করে ধানখেতে ফেলে মারধর করে।’
এসব অভিযোগের বিষয় ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব জায়গায় অভিযোগ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক।’
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদকে (এ কে আজাদ) পৌরসভার বায়তুল আমান একাডেমিক কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নৌকার সমর্থকেরা বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বেলা ২টার দিকে ফরিদপুর পৌরসভার বায়তুল আমান একাডেমি ভোটকেন্দ্র এলাকায় এ কে আজাদকে নৌকা সমর্থক ও কর্মীরা ঘেরাও করে। তাঁকে সেখানে প্রবেশে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় তিনি ওই কেন্দ্রে প্রবেশ করেন এবং এজেন্টদের বসার ব্যবস্থা করেন।
এ কে আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের সমর্থকদের বাধা দেওয়ার খবর পাচ্ছি। এখানে আমাকে নিজেকেই প্রবেশে বাধা দেওয়া হয়, আমাকে ঘেরাও করা হয়। কিছু লোক আমার ওপর হামলার চেষ্টা করে। তবে পুলিশের সহায়তায় সেখান থেকে আমি রক্ষা পেয়েছি।’
এদিকে ফরিদপুরের হালিমা গার্লস স্কুলে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় বাধা দিলে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়াসহ পাঁচজন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি এলাকার ২৪ নং পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কর্মী-সমর্থকদের মারধর করে বের করে দেওয়া হয়।
মারধরের শিকার এ কে আজাদের কর্মী অজিত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাইরে চেয়ার-টেবিল পেতে ভোটারদের ভোটার নম্বর দেওয়ার জন্য বসেছিলাম। তখন নৌকার সমর্থকেরা আমাদের ওপর হামলা করে। আমাদের ধাওয়া করে ধানখেতে ফেলে মারধর করে।’
এসব অভিযোগের বিষয় ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব জায়গায় অভিযোগ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক।’
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন। এক সম্পাদকীয়তে তারা বলেছে, কোনো বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিলে দেশের গণতন্ত্র দুর্বল হবে এবং সেনা হস্তক্ষেপের ঝুঁকি বাড়বে।
৩৩ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ন্যায্য উল্লেখ করে সরকারকে তাঁদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারও দল গোছানোর কিংবা বন্ধু জোগাড়ের জন্য সময় লাগলেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিলম্বিত হতে পারে না। তিনি বলেন, ভোট দেওয়া জনগণের মৌলিক মানবাধিকার। এই অধিকার ফিরিয়ে দিতেই হবে।
২ ঘণ্টা আগেশিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
১৮ ঘণ্টা আগে