Ajker Patrika

উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সরকার উদাসীন: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সরকার উদাসীন: বাম গণতান্ত্রিক জোট

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সরকার উদাসীনতার পরিচয় দিয়েছে। আজ রোববার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা শেষে এ কথা বলেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। 

উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতার তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তারা। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সরকারের উদাসীনতা, বন্যাকবলিত মানুষকে উদ্ধারে সরকার প্রশাসনের সমন্বয়হীনতায় বাম গণতান্ত্রিক জোট তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সিলেট ও সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যার আগেও সরকার আগাম কোনো সতর্কবার্তা প্রদান করতে পারেনি, যা চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে।’ 

বিজ্ঞপ্তিতে সরকার বন্যাপীড়িতদের পর্যাপ্ত ত্রাণ কার্যক্রম পরিচালনায় মনোযোগ না দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব ডামাডোলে মশগুল থাকা এবং কোটি কোটি টাকা খরচেরও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পদ্মা সেতু উদ্বোধনের নামে বিলাসিতা না করে সেই অর্থ বন্যার্তদের জন্য খাদ্য, পানি বিশুদ্ধকরণ ওষুধ, খাবার পানি, ওষুধ ও চিকিৎসায় ব্যয় করার দাবি জানান নেতৃবৃন্দ। 

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ (ইউসিএলবি) এর সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত