Ajker Patrika

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত    

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪: ০৮
বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত    

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই বৈঠকে অংশ নেন। 

এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’ 

বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কী জানানো হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। সবাই জানে, এগুলো আর বলতে হয় না।’ 

খসরু বলেন, ‘বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, যেটা আমরা জনসমক্ষে বলি, তাই বলেছি। এতে লুকোচুরি কিছু ছিল না।’ 

তুরস্কের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছেন, সেটা তো বলা যাবে না।’ 

নির্বাচন নিয়ে কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সবাই যেমনটা জানতে চান, তুরস্কের পক্ষ থেকেও তেমনটাই জানতে চাওয়া হয়। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেটাই তাঁকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত