Ajker Patrika

১৫–৩৫ বছর বয়সীদের সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি: জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২২: ৫৭
১৫–৩৫ বছর বয়সীদের সমর্থনে সবচেয়ে এগিয়ে বিএনপি: জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবকদের সর্বোচ্চ ভোট পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। ভোটের হারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নতুন দল জাতীয় নাগরিক পার্টি–এনসিপি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকবে। আজ সোমবার (৭ জুলাই) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

দেশের আট বিভাগের দুটি করে জেলার দুটি করে উপজেলা থেকে বাছাই করা ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার মানুষ এ জরিপে অংশ নেন। জরিপের তথ্য অনুযায়ী, ৩৮ দশমিক ৭৬ শতাংশ বিএনপিকে ভোট দিতে চায় এবং ২১ দশমিক ৪৫ শতাংশ জামায়াতকে ভোট দিতে চায়।

১৫ দশমিক ৮৪ শতাংশ এনসিপিকে ভোট দিতে চেয়েছে। আর জরিপে অংশগ্রহণকারী ১৫ দশমিক শূন্য ২ শতাংশ আওয়ামী লীগকে (নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে) ভোট দিতে চায়।

জরিপে অংশগ্রহণকারী ৪ দশমিক ৫৯ শতাংশ অন্যান্য ধর্মীয় দলগুলোকে ভোট দেবে। জাতীয় পার্টিকে ভোট দিতে ইচ্ছুক ৩ দশমিক ৭৭ শতাংশ। অন্যান্য দলের ভোট শূন্য দশমিক ৫৭ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০ শতাংশ, এসএসসি বা এর ওপরে ৬০ শতাংশ। এর মধ্যে শহরের ছিল ৫০ শতাংশ এবং গ্রামের ৫০ শতাংশ।

উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারী পুরুষদের ৪০ শতাংশ বিএনপিকে, ২২ দশমিক ২১ শতাংশ জামায়াতকে এবং ১৪ দশমিক ৪৪ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছে। অপর দিকে নারী অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ দশমিক শূন্য ৩ শতাংশ বিএনপিকে, ২০ দশমিক ৫৭ শতাংশ জামায়াতকে এবং ১৭ দশমিক ৪৭ শতাংশ এনসিপিকে ভোট দেবে বলে জানিয়েছে। এনসিপির প্রতি নারীদের সমর্থন পুরুষ ভোটারদের তুলনায় কিছুটা বেশি।

জরিপে আরও দেখা গেছে, বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে গ্রামীণ অঞ্চলের ৩৭ দশমিক ৭২ শতাংশ এবং শহর অঞ্চলের ৩৯ দশমিক ৭৭ শতাংশ উত্তরদাতা আগ্রহ প্রকাশ করেছে। জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছে গ্রামে ২১ দশমিক ২৫ শতাংশ এবং শহরে ২১ দশমিক ৬৬ শতাংশ। এনসিপির ক্ষেত্রে এ হার গ্রামে ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং শহরে ১৬ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছে গ্রামীণ অঞ্চলের ১৬ দশমিক ৬২ শতাংশ এবং শহর অঞ্চলের ১৩ দশমিক ৪৬ শতাংশ ভোটার। অর্থাৎ জরিপ অনুযায়ী, দলটির প্রতি গ্রামীণ ভোটারদের সমর্থন শহরের তুলনায় কিছুটা বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণ এশিয়ার নয়া আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে যেভাবে খোঁজ পেত মোসাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত