নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবি শেখ হাসিনা ভারতের হাতে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এ দেশে আইনের প্রয়োগ হয়। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন তিনি। খালেদা জিয়া, তারেক রহমানসহ লাখ লাখ নেতা-কর্মীর ওপর নেমে আসা জেল-জুলুম, অবিচারের প্রকটতায় বিশ্বসম্প্রদায় বিচলিত হলেও, এতে তাঁর কোনো যায়–আসে না। তাঁর সব অপকর্মের দায় নিয়েছে পাশের দেশ।
বর্তমান ডামি সরকারের অভিন্নহৃদয়ের বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত উল্লেখ করে রিজভী বলেন, মনে হচ্ছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয়।
নির্বাচন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে শায়িত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এত দিন যা মনে করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনেও সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছে, তা আজ দেশ-বিদেশে সর্বজনবিদিত।
রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলেছেন। ব্রিফিংয়ের একপর্যায়ে গিলক্রিস্ট নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের নেতাকে অপসারণ একটি রাজনৈতিক চক্রান্ত বলেও উল্লেখ করেছেন।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবি শেখ হাসিনা ভারতের হাতে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এ দেশে আইনের প্রয়োগ হয়। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন তিনি। খালেদা জিয়া, তারেক রহমানসহ লাখ লাখ নেতা-কর্মীর ওপর নেমে আসা জেল-জুলুম, অবিচারের প্রকটতায় বিশ্বসম্প্রদায় বিচলিত হলেও, এতে তাঁর কোনো যায়–আসে না। তাঁর সব অপকর্মের দায় নিয়েছে পাশের দেশ।
বর্তমান ডামি সরকারের অভিন্নহৃদয়ের বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত উল্লেখ করে রিজভী বলেন, মনে হচ্ছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয়।
নির্বাচন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে শায়িত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এত দিন যা মনে করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনেও সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছে, তা আজ দেশ-বিদেশে সর্বজনবিদিত।
রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলেছেন। ব্রিফিংয়ের একপর্যায়ে গিলক্রিস্ট নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের নেতাকে অপসারণ একটি রাজনৈতিক চক্রান্ত বলেও উল্লেখ করেছেন।
কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১৫ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে