Ajker Patrika

খালেদার স্বাস্থ্য নিয়ে রাজনীতিতে সরকার সহযোগিতা করতে পারবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১: ১২
খালেদার স্বাস্থ্য নিয়ে রাজনীতিতে সরকার সহযোগিতা করতে পারবে না: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা বিএনপির উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করাই বিএনপির উদ্দেশ্য। আর দলটির সেই উদ্দেশ্যে সরকার সহযোগিতা করতে পারবে না। 

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জন্য সরকার অত্যন্ত সহানুভূতিশীল। অনেক ঘটনার পরও প্রধানমন্ত্রী তাঁর প্রতি সহানুভূতিশীল হয়ে শাস্তি স্থগিত রেখে তাঁকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাধারণত একজন শাস্তিপ্রাপ্ত আসামির সরকারের তত্ত্বাবধানেই চিকিৎসা হওয়ার কথা। কিন্তু সেটি না করে তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে ও ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। 

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রী ও সরকার সহানুভূতিশীল। কিন্তু তাদের যে বিদেশ নিয়ে যাওয়ার দাবি, সেটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। বিএনপি নেতারা যেভাবে কথাগুলো বলছেন এবং কিছু বিএনপিপন্থী ডাক্তারকে দিয়ে কথা বলিয়েছেন; সবকিছুর মধ্যেই রাজনীতি যুক্ত। সুতরাং খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা বিএনপির উদ্দেশ্য নয়, বিএনপির উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করার ক্ষেত্রে তো সরকার সহযোগিতা করতে পারবে না। সরকার সহযোগিতা করতে পারবে খালেদা জিয়ার স্বাস্থ্য যাতে ভালো থাকে, তিনি যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সে জন্য সরকার যেকোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’ 

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো এ ধরনের হুমকির মধ্যে গত সাড়ে ১২ বছর ধরে আছি। তারা তো সাড়ে ১২ বছর আগে থেকে আমাদের টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করে যাচ্ছে। তারা যে হুমকি দিচ্ছে আমি সরকারের মন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলব, আমরা যদি মাঠে নামি তাহলে এ হুমকিদাতারা কোথায় থাকবে?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত