Ajker Patrika

বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি, অপচয় কমান: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি, অপচয় কমান: বাম গণতান্ত্রিক জোট

সারা দেশে সীমাহীন লোডশেডিং চলছে, মোমবাতির দাম বেড়ে গেছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম বেড়েছে। এমন অবস্থায় সরকার আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে সবকিছুর দাম আরেক দফা বাড়বে। ফলে বিদ্যুতের দাম না বাড়িয়ে এই খাতে সীমাহীন দুর্নীতি, অপচয় এবং সিস্টেম লস কমানোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ‘বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে’ বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের সেবা করছে না, ব্যবসায়ীদের সেবা করছে। রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোকে সরকার বসিয়ে বসিয়ে টাকা দিচ্ছে। বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয়, সিস্টেম লস রোধ করা গেলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রয়োজন হয় না।’

শাহ আলম আরও বলেন, ‘সরকার উল্টো কৌশল নিয়েছে। আগে লোডশেডিং বাড়াও তারপর বিদ্যুতের দাম বাড়াও। সবকিছুর দাম বেড়েছে। কিন্তু মানুষের বেতন বাড়েনি।’

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য আমেনা আক্তার বলেন, ‘দেশের মানুষ জীবনযাপন করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই অবস্থার মধ্যে সরকার আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির চিন্তা করছে। আমরা সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। তারা দেশের জনগণের কোনো মতামত না নিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে তা মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে।’

সমাবেশে বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘যে নিয়মে অঙ্ক করলে ভুল হয় সরকার গত ১২ বছর ধরে সেই একই নিয়মে অঙ্ক করছে। ফলে কোনোভাবেই তার অঙ্ক মিলছে না। গত ১২ বছরে ১২ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। একজন খাম্বা লাগিয়েছিল কিন্তু বিদ্যুৎ দেয় নাই, আর এই সরকার বিদ্যুৎ উৎপাদন করছে কিন্তু খাম্বা লাগায় নাই। এই সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির পাহারাদার সরকার, জনগণের পকেটমার সরকারকে সম্মিলিত ভাবে বিদায় করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত