নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন হবে। রাস্তার একপাশের সড়কে এই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে দলটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদলে থাকা ভাইস চেয়ারম্যান জেডএম জাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আবেদন করেছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। ডিএমপি আমাদের নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে অনুমতি দিয়েছে।’
জেডএম জাহিদ বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করার জন্য অনুমতি পেয়েছি। সেখানে বসে মাইকে দুটি কথা বলাই আমাদের কর্মসূচি। আমরা চার ঘণ্টা বসব, অফিসের সামনের ফুটপাত থেকে সড়কের ডিভাইডার পর্যন্ত একপাশে বসতে পারব। আমাদের সিনিয়র নেতারা সেখানে বসবেন, বেলা ২টার সময় আমাদের কর্মসূচি সমাপ্ত হবে।’
পুলিশ কোনো শর্ত দিয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘যেভাবে আমরা অন্যান্য কর্মসূচি পালন করি, এটিও সেভাবে করা হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে জানিয়েছেন, যেকোনো দলের, শান্তিপূর্ণ যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সব সময় সহযোগিতা করবে।’
ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন হবে। রাস্তার একপাশের সড়কে এই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে দলটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদলে থাকা ভাইস চেয়ারম্যান জেডএম জাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আবেদন করেছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। ডিএমপি আমাদের নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে অনুমতি দিয়েছে।’
জেডএম জাহিদ বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করার জন্য অনুমতি পেয়েছি। সেখানে বসে মাইকে দুটি কথা বলাই আমাদের কর্মসূচি। আমরা চার ঘণ্টা বসব, অফিসের সামনের ফুটপাত থেকে সড়কের ডিভাইডার পর্যন্ত একপাশে বসতে পারব। আমাদের সিনিয়র নেতারা সেখানে বসবেন, বেলা ২টার সময় আমাদের কর্মসূচি সমাপ্ত হবে।’
পুলিশ কোনো শর্ত দিয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘যেভাবে আমরা অন্যান্য কর্মসূচি পালন করি, এটিও সেভাবে করা হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে জানিয়েছেন, যেকোনো দলের, শান্তিপূর্ণ যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সব সময় সহযোগিতা করবে।’
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
১১ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
১৪ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১৭ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
১৮ ঘণ্টা আগে