Ajker Patrika

দায়িত্ব পেয়েই কারাবন্দী আলেমদের মুক্তি চাইলেন হেফাজত মহাসচিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০: ৪৭
দায়িত্ব পেয়েই কারাবন্দী আলেমদের মুক্তি চাইলেন হেফাজত মহাসচিব 

হেফাজতে ইসলামের মহাসচিব হলেন সাজিদুর রহমান। আজ বুধবার রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই কারাবন্দী আলেমদের মুক্তির দাবি জানান তিনি।
 
গত ২৯ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে নুরুল ইসলাম জিহাদি মারা যান। তাঁর মৃত্যুতে হেফাজতের মহাসচিবের পদটি শূন্য হয়। বায়তুল মোকাররমে তাঁর জানাজায় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সাজিদুর রহমানের নাম ঘোষণা করা হয়। এরপর এক মাসের বেশি সময় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাজিদুর।
 
মহাসচিবের দায়িত্ব পেয়ে প্রয়াত মহাসচিবের পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দেন সাজিদুর। তিনি বলেন, ‘তিনি (নুরুল ইসলাম) বারবার বলে গেছেন হেফাজতের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই। আমরাও স্পষ্ট করে বলতে চাই, হেফাজত এখনো জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলামের পথ অনুসরণ করে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং এই পথেই থাকবে।’ 

হেফাজত মহাসচিব বলেন, ‘প্রয়াত মহাসচিব সর্বশেষ ৩ দফা দাবি জানিয়েছিলেন। আমরা আজকের এই আলোচনা সভা থেকে সেই তিনটি দাবি আবারও জানাতে চাই। ইসলাম অবমাননার বিরুদ্ধে আইন পাস করতে হবে, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে এবং কারাবন্দী সকল আলেম-উলামা ও তৌহিদি জনতাকে মুক্তি দিতে হবে।’ 

কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জি। ওই বৈঠকে মাহমুদুল হাসান ফতেহপুরীকে হেফাজতের যুগ্ম মহাসচিব করা হয়। বৈঠক শেষে প্রয়াত নুরুল ইসলাম জিহাদির জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় অন্যদের মধ্যে হেফাজতের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আওয়াল, মাওলানা আনোয়ারুল করীম, জামিয়া ইউনুসিয়ার মুহতামিম মাওলানা মুবারক উল্লাহ, খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত