Ajker Patrika

নিহতদের স্মরণে সারা দেশে প্রার্থনা করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ২০: ৩৩
নিহতদের স্মরণে সারা দেশে প্রার্থনা করবে আওয়ামী লীগ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সহিংসতার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ক্ষমতাসীন দলটি। 

আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আগামীকাল শুক্রবার জুম্মার নামাজে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং আগামী রোববার দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মীদের এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে কমপ্লিট শাটডাউন আন্দোলন চলাকালীন ব্যাপক ‘অগ্নি-সন্ত্রাস’, ‘নাশকতার’ কারণে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের প্রতি শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সরকারের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে সারা দেশের মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে। অন্যদিকে রোববার দেশের সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামতো সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত