নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের প্রস্তাবিত বাজেট ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শনিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ঢাকার প্রবণতা রয়েছে এবারের বাজেটে।’ এ সময় তিনি খেলাপি ঋণ, অর্থ পাচার, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে শঙ্কার কথা জানান।
কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্মক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।’
প্রেসিডিয়াম সভা শুরুর আগে বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরও পর্যবেক্ষণ করতে হবে।’
সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’
তিনি বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরও কঠোর হতে হবে।
পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।
সরকারের প্রস্তাবিত বাজেট ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শনিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ঢাকার প্রবণতা রয়েছে এবারের বাজেটে।’ এ সময় তিনি খেলাপি ঋণ, অর্থ পাচার, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে শঙ্কার কথা জানান।
কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্মক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।’
প্রেসিডিয়াম সভা শুরুর আগে বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরও পর্যবেক্ষণ করতে হবে।’
সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’
তিনি বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরও কঠোর হতে হবে।
পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারের সাথে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগেকূটনীতিকদের সম্মানে নিজ বাসায় নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার সন্ধ্যায় মঈন খানের আমন্ত্রণে তাঁর গুলশানের বাসায় আসেন কূটনীতিকেরা।
১৪ ঘণ্টা আগে‘আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার আমাদের কী বলেন জানেন? বলেন, ভাই, খেয়াল রাইখেন, আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সব সময়, আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে। আর তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট নিয়ে নিল।’
১৫ ঘণ্টা আগেগানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আগত সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
১৫ ঘণ্টা আগে