Ajker Patrika

নির্বাচন কমিশনকে অসহায় বললেন জি এম কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নির্বাচন কমিশন খুবই অসহায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি গাজীপুর মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ এ কথা বলেন। 

দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জি এম কাদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা এভাবে চলতে থাকলে রাজনীতি ও রাজনৈতিক দলগুলো হুমকির মুখে পড়বে। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। 

জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, কোথাও কোথাও প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষমতাসীনদের সঙ্গে এক হয়ে নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করছে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে হয়তো আন্দোলন করতে হবে। গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে হয়তো আরও ত্যাগ স্বীকার করতে হবে। 

স্বাধীনতার ৫০ বছরেও দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি উল্লেখ করে জি এম কাদের বলেন, সংবিধানের মূল চারটি স্তম্ভের মধ্যে গণতন্ত্র নেই। সাংবিধানিকভাবেই চলছে একনায়কতন্ত্র। আর রাষ্ট্রীয়ভাবেই সমাজতন্ত্র বাতিল করে মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার নেই বললেই চলে। জাতীয়তাবাদও হুমকির মুখে। জাতির নিজস্বতা হারিয়ে যাচ্ছে। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টি গাজীপুর মহানগর সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোশারেফ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত