Ajker Patrika

আন্দোলনের রং তো লাল, বিএনপির কালো পতাকা মিছিল কেন: প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৯: ৩৮
আন্দোলনের রং তো লাল, বিএনপির কালো পতাকা মিছিল কেন: প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘টেলিভিশনের স্ক্রলে ও পত্রিকার হেডলাইনে দেখলাম বিএনপি কালো পতাকা মিছিল করছে। তাদের কে মারা গেছে? কালো পতাকা মিছিল তো শোকের মিছিল। আমরা আগস্টে শোকের মিছিল করি। বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে, তাই নেতারা অজান্তে শোকের মিছিল করছে। আন্দোলনের রং তো লাল। লাল-সবুজ বাংলাদেশের জাতীয় পতাকা।’ 

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। 

দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী শান্তি সমাবেশে অংশ নেন। ছবি: আজকের পত্রিকাওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গলা শুকিয়ে গেছে, মিছিল-সমাবেশে আর জোর নেই। সব কমতির দিকে। আন্দোলনের মরা গাঙে ঢেউ নেই। বিএনপির আন্দোলন এখন ভাঙা হাট। ভাঙা হাটে কেউ আসে না। 
 
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে মিছিলে জনগণ নাই, সেই মিছিল গণমিছিল হয় কীভাবে? মিছিল দেখবেন? মিছিল দেখাব। একপ্রান্ত যাত্রাবাড়ী, আরেক প্রান্ত এই দিকে মিরপুর ওই দিকে সবুজবাগ। আওয়ামী লীগের মিছিলে সারা শহরে ঢল নামে। দেখবেন ২ তারিখে (২ সেপ্টেম্বর), দেখবেন ১ তারিখে তারুণ্যের সমাবেশ। ওই দিন লাখো তরুণের হাতে আমরা দেখাব বিজয়ের পতাকা, শোকের কালো পতাকা নয়।’ 

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। ছবি: আজকের পত্রিকাঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত