Ajker Patrika

আমার এবারের বিজয়টা বিস্ময়কর: মেনন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫: ৫৬
আমার এবারের বিজয়টা বিস্ময়কর: মেনন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির একমাত্র নির্বাচিত সংসদ সদস্য হিসেবে অনুভূতির বিষয়ে দলটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার! বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশি-চলি, যাদের অর্থবিত্ত নেই, তাদের এ ধরনের নির্বাচনে বেড়িয়ে আসা কঠিন কাজ।’

আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেনন বলেন, ‘আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে! কারণ আমি ’৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবারই সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।’

রাজধানী ছেড়ে নিজ এলাকায় চলে যাওয়ার বিষয়ে ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তার পরও আমি মনে করেছি যে, মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে আর সেভাবেই তারা আমাকে দেখতে চায়।’

আওয়ামী লীগের সঙ্গে জোটের শরিক দল হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টি থেকে একমাত্র বিজয়ী হয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি সেখানে বিজয়ী হয়েছেন। ভোট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত