নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, ‘সরকারের সমর্থনপুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন কীভাবে সরকারের মুখপাত্র হয়?’ আজ বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ২০২৫-২৬ অর্থবছরের সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা নিয়ে এনডিএম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, ‘কিছু তরুণ এসে—যারা দুনিয়া দেখেনি, যারা জীবনে কখনো চাকরি করেনি, ব্যবসা করেনি, রাজনীতি করেনি, কিচ্ছু করেনি, আজকে একটি চাকরি চালাতে দিলে পারবে কি না আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটি কথা বলছে, এটা আগে না ওইটা আগে। খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কী আসলে কোনো রিজেনেবল আলোচনা? একটার সঙ্গে আরেকটির কী সম্পর্ক? একটি সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন, নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব এটা আগে।’
ববি হাজ্জাজ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিকে ডেকে ‘সর্বদলীয় রাজনৈতিক বৈঠক’ বলে গণমাধ্যমে প্রচার করেছে। তিনি মনে করেন, এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করেছে এবং এর অবসান চান তিনি।
সংবাদ সম্মেলনে আসন্ন অর্থবছরের বাজেট নিয়ে এনডিএমের ভাবনা তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জান-মালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’
তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেটে বিশেষ বরাদ্দ চেয়েছেন। এ ছাড়া, প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের প্রায় ৯৭ শতাংশ পরিচালন খাতে ব্যয় হয় উল্লেখ করে, তিনি এই খাতের বাজেট বরাদ্দের সুষম ব্যবহার করে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি দেখতে চান।
অগ্নিনির্বাপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনীর জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন ববি হাজ্জাজ। পাশাপাশি ব্যাটালিয়ন আনসার বাহিনীর বাইরের আনসার সদস্যদের জননিরাপত্তায় আরও বেশি কাজে লাগানোর জন্য তাঁদের ভাতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থার দাবিও জানান তিনি। তিনি পুলিশ সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দেখতে চান।
ববি হাজ্জাজ জোর দিয়ে বলেন, ‘আমরা চাই রাজনৈতিক মাঠের মতো অর্থনীতির মাঠেও বাজেটের জন্য জনগণ না হয়ে, জনগণের জন্য যেন বাজেট হয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ম. সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, ‘সরকারের সমর্থনপুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন কীভাবে সরকারের মুখপাত্র হয়?’ আজ বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ২০২৫-২৬ অর্থবছরের সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা নিয়ে এনডিএম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, ‘কিছু তরুণ এসে—যারা দুনিয়া দেখেনি, যারা জীবনে কখনো চাকরি করেনি, ব্যবসা করেনি, রাজনীতি করেনি, কিচ্ছু করেনি, আজকে একটি চাকরি চালাতে দিলে পারবে কি না আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটি কথা বলছে, এটা আগে না ওইটা আগে। খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কী আসলে কোনো রিজেনেবল আলোচনা? একটার সঙ্গে আরেকটির কী সম্পর্ক? একটি সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন, নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব এটা আগে।’
ববি হাজ্জাজ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিকে ডেকে ‘সর্বদলীয় রাজনৈতিক বৈঠক’ বলে গণমাধ্যমে প্রচার করেছে। তিনি মনে করেন, এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করেছে এবং এর অবসান চান তিনি।
সংবাদ সম্মেলনে আসন্ন অর্থবছরের বাজেট নিয়ে এনডিএমের ভাবনা তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জান-মালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’
তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেটে বিশেষ বরাদ্দ চেয়েছেন। এ ছাড়া, প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের প্রায় ৯৭ শতাংশ পরিচালন খাতে ব্যয় হয় উল্লেখ করে, তিনি এই খাতের বাজেট বরাদ্দের সুষম ব্যবহার করে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি দেখতে চান।
অগ্নিনির্বাপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনীর জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন ববি হাজ্জাজ। পাশাপাশি ব্যাটালিয়ন আনসার বাহিনীর বাইরের আনসার সদস্যদের জননিরাপত্তায় আরও বেশি কাজে লাগানোর জন্য তাঁদের ভাতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থার দাবিও জানান তিনি। তিনি পুলিশ সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দেখতে চান।
ববি হাজ্জাজ জোর দিয়ে বলেন, ‘আমরা চাই রাজনৈতিক মাঠের মতো অর্থনীতির মাঠেও বাজেটের জন্য জনগণ না হয়ে, জনগণের জন্য যেন বাজেট হয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ম. সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার এই হামলার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন এনসিপির নেতা-কর্মীরা। এসব কর্মসূচির কারণে কোথাও
১১ ঘণ্টা আগে‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে বক্তারা অভিযোগ করেছেন, গত বছরের জুলাই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। অপরাধীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বিচার ও পুনর্বাসনের দাবি পুনরায় জোরালোভাবে তুলে ধরেছেন।
১৩ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার রাজধানীর সব কটি থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা আছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আগামীকাল রাজধানীর সকল থানার স
১৪ ঘণ্টা আগেগোপালগঞ্জে গিয়ে হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে সেখান থেকে বের হন। পরে তাঁরা সাঁজোয়া যানে করেই গোপালগঞ্জ থেকে বের হতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগে