Ajker Patrika

খালেদার স্বাস্থ্য, তারেকের শাস্তি নিয়েই বিএনপির রাজনীতি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদার স্বাস্থ্য, তারেকের শাস্তি নিয়েই বিএনপির রাজনীতি: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তাঁর ছেলে তারেক রহমানের শাস্তি নিয়েই এখন বিএনপির রাজনীতি আবর্তিত হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আইনি কাঠামোর মধ্যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। 

সচিবালয়ে আজ রোববার সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, আমরা চাই খালেদা জিয়া সুস্থ হোক, আল্লার কাছেও প্রার্থনা করি এবং আশা করছি তিনি খুব সহসা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। 

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বিএনপির দাবিকে রাজনৈতিক আখ্যা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা কোনো ইস্যু তৈরি করতে না পেরে মাঠ গরম করার জন্য নানাভাবে কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে। এর বাইরে তারা যেতে পারছেন না, এটি তাদের জন্য দুঃখজনক। 

মানবিকতা দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলেই মনে করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান। তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন সে জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ না জানিয়ে প্রতিনিয়ত বিষোদ্‌গার করছে। খালেদা জিয়া দুই দফা ক্ষমতার থাকার সময় কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ওপর এ ধরনের মানবিকতা দেখিয়েছেন কি-না , সেই উদাহরণটা দেখাক। 

নির্দিষ্ট দেশের বাইরে খালেদা জিয়াকে অন্য দেশে পাঠানোর দাবি জানালে সরকার তা বিবেচনা করবে কি-না, এ প্রশ্নে হাছান বলেন, আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন তাঁকে আসলে বিদেশ পাঠানোর ক্ষেত্রে আইনি সুযোগ নেই। আইনে কোনো ফাঁকফোকর আছে কি-না  সেটি আইনমন্ত্রী ভালো বলতে পারবেন। মানবিকতা দেখিয়ে কি কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দেওয়া যায়? সেটি যদি দেওয়া না যায়, আইনে বিদেশ পাঠানোর সুযোগ না থাকে সেখানে তাকে কীভাবে পাঠানো যাবে, সেটি হচ্ছে আমার প্রশ্ন। 

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনীতিবিদেরা ঢুকে গেছেন জানিয়ে এ বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সরকার সহানুভূতিশীল। তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে প্রধানমন্ত্রী বিআরটিসি বাসে হাফ ভাড়া সারা দেশের জন্য কার্যকর করেছেন। বেসরকারি বাস মালিক সমিতি ঢাকায় হাফ ভাড়া কার্যকর করেছে, চট্টগ্রামেও কার্যকর করতে যাচ্ছে বলে আমি জেনেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত