নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তাঁর ছেলে তারেক রহমানের শাস্তি নিয়েই এখন বিএনপির রাজনীতি আবর্তিত হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আইনি কাঠামোর মধ্যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে আজ রোববার সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, আমরা চাই খালেদা জিয়া সুস্থ হোক, আল্লার কাছেও প্রার্থনা করি এবং আশা করছি তিনি খুব সহসা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।
খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বিএনপির দাবিকে রাজনৈতিক আখ্যা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা কোনো ইস্যু তৈরি করতে না পেরে মাঠ গরম করার জন্য নানাভাবে কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে। এর বাইরে তারা যেতে পারছেন না, এটি তাদের জন্য দুঃখজনক।
মানবিকতা দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলেই মনে করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান। তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন সে জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ না জানিয়ে প্রতিনিয়ত বিষোদ্গার করছে। খালেদা জিয়া দুই দফা ক্ষমতার থাকার সময় কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ওপর এ ধরনের মানবিকতা দেখিয়েছেন কি-না , সেই উদাহরণটা দেখাক।
নির্দিষ্ট দেশের বাইরে খালেদা জিয়াকে অন্য দেশে পাঠানোর দাবি জানালে সরকার তা বিবেচনা করবে কি-না, এ প্রশ্নে হাছান বলেন, আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন তাঁকে আসলে বিদেশ পাঠানোর ক্ষেত্রে আইনি সুযোগ নেই। আইনে কোনো ফাঁকফোকর আছে কি-না সেটি আইনমন্ত্রী ভালো বলতে পারবেন। মানবিকতা দেখিয়ে কি কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দেওয়া যায়? সেটি যদি দেওয়া না যায়, আইনে বিদেশ পাঠানোর সুযোগ না থাকে সেখানে তাকে কীভাবে পাঠানো যাবে, সেটি হচ্ছে আমার প্রশ্ন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনীতিবিদেরা ঢুকে গেছেন জানিয়ে এ বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সরকার সহানুভূতিশীল। তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে প্রধানমন্ত্রী বিআরটিসি বাসে হাফ ভাড়া সারা দেশের জন্য কার্যকর করেছেন। বেসরকারি বাস মালিক সমিতি ঢাকায় হাফ ভাড়া কার্যকর করেছে, চট্টগ্রামেও কার্যকর করতে যাচ্ছে বলে আমি জেনেছি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তাঁর ছেলে তারেক রহমানের শাস্তি নিয়েই এখন বিএনপির রাজনীতি আবর্তিত হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আইনি কাঠামোর মধ্যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে আজ রোববার সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, আমরা চাই খালেদা জিয়া সুস্থ হোক, আল্লার কাছেও প্রার্থনা করি এবং আশা করছি তিনি খুব সহসা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।
খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বিএনপির দাবিকে রাজনৈতিক আখ্যা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা কোনো ইস্যু তৈরি করতে না পেরে মাঠ গরম করার জন্য নানাভাবে কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে। এর বাইরে তারা যেতে পারছেন না, এটি তাদের জন্য দুঃখজনক।
মানবিকতা দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই বলেই মনে করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান। তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন সে জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ না জানিয়ে প্রতিনিয়ত বিষোদ্গার করছে। খালেদা জিয়া দুই দফা ক্ষমতার থাকার সময় কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ওপর এ ধরনের মানবিকতা দেখিয়েছেন কি-না , সেই উদাহরণটা দেখাক।
নির্দিষ্ট দেশের বাইরে খালেদা জিয়াকে অন্য দেশে পাঠানোর দাবি জানালে সরকার তা বিবেচনা করবে কি-না, এ প্রশ্নে হাছান বলেন, আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন তাঁকে আসলে বিদেশ পাঠানোর ক্ষেত্রে আইনি সুযোগ নেই। আইনে কোনো ফাঁকফোকর আছে কি-না সেটি আইনমন্ত্রী ভালো বলতে পারবেন। মানবিকতা দেখিয়ে কি কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দেওয়া যায়? সেটি যদি দেওয়া না যায়, আইনে বিদেশ পাঠানোর সুযোগ না থাকে সেখানে তাকে কীভাবে পাঠানো যাবে, সেটি হচ্ছে আমার প্রশ্ন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনীতিবিদেরা ঢুকে গেছেন জানিয়ে এ বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সরকার সহানুভূতিশীল। তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে প্রধানমন্ত্রী বিআরটিসি বাসে হাফ ভাড়া সারা দেশের জন্য কার্যকর করেছেন। বেসরকারি বাস মালিক সমিতি ঢাকায় হাফ ভাড়া কার্যকর করেছে, চট্টগ্রামেও কার্যকর করতে যাচ্ছে বলে আমি জেনেছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেছেন, নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ। একই সঙ্গে দু-একটি দল, যাদের জনসমর্থন নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন; তাদের মনও খুবই খারাপ।
৭ ঘণ্টা আগেলন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হয়েছে।
৭ ঘণ্টা আগেমতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে, রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই—বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে।
৯ ঘণ্টা আগেদলের যুগপৎ আন্দোলনের মিত্র ১২-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বৈঠকে।
১১ ঘণ্টা আগে