নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতুর ঝলমলে আলো দেখে মানুষের পেট ভরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভিড্যাব) বুধবার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘স্বাস্থ্য খাতে বছর বছর বরাদ্দ কমছে। আপনি স্বাস্থ্য খাতে টাকা না দিয়ে পদ্মা সেতু দেখাবেন, এ পদ্মা সেতু আলোতে ঝলমল করবে রাতে, তা দেখে তো আর পেট ভরবে না, মানুষের কর্মসংস্থান বাড়বে না, তৃণমূলে মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে না।’
রিজভী বলেন, ‘ডিক্টেটরদের কাজ হচ্ছে চটকদারি করা। মানুষকে দেখানো যে আমি ফ্লাইওভার করছি, বড় সেতু করছি। কিন্তু গ্রামের মানুষ তো মরে পড়ে আছে, তাদের তো বিক্রি করতেছেন। উন্নয়ন মানে তো মানুষের উন্নয়ন। মানুষের যদি সুস্বাস্থ্য না থাকে, সে যদি আমাশয়, কলেরা-ডায়রিয়ায় মরে পড়ে থাকে গ্রামে, তাহলে যে আলোকোজ্জ্বল পদ্মা সেতু আমরা দেখছি, দুই দিন ধরে বিশাল আলো জ্বলছে সেখানে, সেটা দিয়ে লাভ কী? ওটার তো কোনো লাভ নেই, যদি রুট লেভেলে মানুষের উন্নয়ন না হয়। স্বৈরাচাররা দেশে দেশে এভাবেই চলছে।’ তিনি বলেন, দেশের চিকিৎসা এবং শিক্ষা সব ভেঙে পড়েছে। বাজেটে এক বছরে ৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়েছে।
ভিড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করছে, তাদের ওপরে জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। সরকারের মধ্য থেকে যারা এ কার্যক্রম করার চেষ্টা করছে, ভোট চুরির, ক্ষমতা দখল করার (চেষ্টা করছে), নির্বাচন কমিশনসহ সবার ওপর জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এই চুরির উচ্ছিষ্টভোগীরা এখন উঁকি মারছে। অর্থাৎ, আওয়ামী লীগ যে ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, এটার আবার একটা উচ্ছিষ্টভোগী সৃষ্টি হয়েছে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
নেতা-কর্মীদের উদ্দেশে আমির খসরু বলেন, ‘আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আন্দোলনকে কীভাবে সফল করা যায়, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে আমরা যাতে আন্দোলনে সম্পৃক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।’ খসরু আরও বলেন, ‘দেশের মানুষ দুই ভাগ হয়ে গেছে এখন। একটা হলো কর্তৃত্ববাদী সরকার, আরেকটি হচ্ছে গণতন্ত্রের পক্ষে মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে। বিএনপির অবস্থান জনগণের পক্ষে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
পদ্মা সেতুর ঝলমলে আলো দেখে মানুষের পেট ভরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভিড্যাব) বুধবার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘স্বাস্থ্য খাতে বছর বছর বরাদ্দ কমছে। আপনি স্বাস্থ্য খাতে টাকা না দিয়ে পদ্মা সেতু দেখাবেন, এ পদ্মা সেতু আলোতে ঝলমল করবে রাতে, তা দেখে তো আর পেট ভরবে না, মানুষের কর্মসংস্থান বাড়বে না, তৃণমূলে মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে না।’
রিজভী বলেন, ‘ডিক্টেটরদের কাজ হচ্ছে চটকদারি করা। মানুষকে দেখানো যে আমি ফ্লাইওভার করছি, বড় সেতু করছি। কিন্তু গ্রামের মানুষ তো মরে পড়ে আছে, তাদের তো বিক্রি করতেছেন। উন্নয়ন মানে তো মানুষের উন্নয়ন। মানুষের যদি সুস্বাস্থ্য না থাকে, সে যদি আমাশয়, কলেরা-ডায়রিয়ায় মরে পড়ে থাকে গ্রামে, তাহলে যে আলোকোজ্জ্বল পদ্মা সেতু আমরা দেখছি, দুই দিন ধরে বিশাল আলো জ্বলছে সেখানে, সেটা দিয়ে লাভ কী? ওটার তো কোনো লাভ নেই, যদি রুট লেভেলে মানুষের উন্নয়ন না হয়। স্বৈরাচাররা দেশে দেশে এভাবেই চলছে।’ তিনি বলেন, দেশের চিকিৎসা এবং শিক্ষা সব ভেঙে পড়েছে। বাজেটে এক বছরে ৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়েছে।
ভিড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করছে, তাদের ওপরে জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। সরকারের মধ্য থেকে যারা এ কার্যক্রম করার চেষ্টা করছে, ভোট চুরির, ক্ষমতা দখল করার (চেষ্টা করছে), নির্বাচন কমিশনসহ সবার ওপর জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এই চুরির উচ্ছিষ্টভোগীরা এখন উঁকি মারছে। অর্থাৎ, আওয়ামী লীগ যে ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, এটার আবার একটা উচ্ছিষ্টভোগী সৃষ্টি হয়েছে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
নেতা-কর্মীদের উদ্দেশে আমির খসরু বলেন, ‘আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আন্দোলনকে কীভাবে সফল করা যায়, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে আমরা যাতে আন্দোলনে সম্পৃক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।’ খসরু আরও বলেন, ‘দেশের মানুষ দুই ভাগ হয়ে গেছে এখন। একটা হলো কর্তৃত্ববাদী সরকার, আরেকটি হচ্ছে গণতন্ত্রের পক্ষে মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে। বিএনপির অবস্থান জনগণের পক্ষে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
দেশে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থা নেওয়া উচিত। দলের তরফ থেকে আমরা সেটা উনাকে (প্রধান উপদেষ্টা) বলে এসেছি। তিনি এটুকু বলেছেন, সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে
১৬ মিনিট আগেসব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘নির্বাচন কমিশনের মতো অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া নিয়েও আমাদের অবস্থান পরিষ্কার—এসব বিধানকে সংবিধানে সন্নিবেশ করতে...
৩ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনশেষে এ কথা বলেন তিন
৩ ঘণ্টা আগেসালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অতীতে বলে এসেছি যে, প্রতিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য সংবিধানে আলাদা করে নিয়োগ প্রক্রিয়া না এনে, সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সেসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আচরণবিধি নিশ্চিত করতে হবে। তবে নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধানে আলাদা করে উল্লেখ করা...
৩ ঘণ্টা আগে