নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদ অভিমুখে গণঅধিকার পরিষদের (নূর-রাশেদ অংশ) কালো পতাকা মিছিলে মৃদু লাঠিচার্জ করেছে পুলিশ ৷ এতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্তত দশ নেতা আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি বাধার মুখে পড়ে লাঠিচার্জের শিকার হন তাঁরা। এতে পণ্ড হয় দলটির পূর্বঘোষিত কর্মসূচি ৷
পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, ‘আপনারা দেখছেন আমার ঠোঁট ফেটে গেছে ৷ পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়েছে ৷ আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। আমি বলতে চাই, আমাদের এই মিছিল কি পুলিশের বিরুদ্ধে ছিল? তাহলে তারা কেন আমাদের ওপর হামলা করল, লাঠিচার্জ করল। আজকের এই প্রোগ্রামে কি লাঠিচার্জের নির্দেশনা ছিল? পুলিশ অতি উৎসাহী হয়ে লাঠিচার্জ করায় আমাদের নারী নেত্রী ফাতিমা তাসনিমসহ আরও অনেকেই আহত হয়েছেন।’
লাঠিচার্জের বিষয়ে জিজ্ঞেস করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘আজকের প্রোগ্রামের জন্য কোনো দলেরই অনুমতি ছিল না। সেই হিসেবে আমরা কাউকেই প্রোগ্রাম করতে দিইনি৷ অন্যরা আমাদের নিষেধ শুনেছে কিন্তু ওরা (গণঅধিকার পরিষদ) শোনে নাই ৷ তখন এ রকম হতে পারে।’
নূরুল হক বলেন, ‘জনগণের কোটি কোটি টাকা খরচ করে সংসদ পরিচালনা করতে হয়৷ আজ দেশে একটি ডামি নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশনে বসেছে ৷ আমরা এটার বিরোধিতা করে মিছিল নিয়ে বের হয়েছি, সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের এই কালো পতাকা মিছিলকে কাউয়া কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) বলেছে এটা শোকের মিছিল, কান্নার মিছিল। দেশে কোনো ভোট হয়নি, ভোট হলে এই কাউয়া কাদের রাস্তায় কা কা করে বেড়াতেন। একটা ভোটও পেতেন না।’
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামানসহ আরও অনেকে।
সংসদ অভিমুখে গণঅধিকার পরিষদের (নূর-রাশেদ অংশ) কালো পতাকা মিছিলে মৃদু লাঠিচার্জ করেছে পুলিশ ৷ এতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্তত দশ নেতা আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি বাধার মুখে পড়ে লাঠিচার্জের শিকার হন তাঁরা। এতে পণ্ড হয় দলটির পূর্বঘোষিত কর্মসূচি ৷
পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, ‘আপনারা দেখছেন আমার ঠোঁট ফেটে গেছে ৷ পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়েছে ৷ আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। আমি বলতে চাই, আমাদের এই মিছিল কি পুলিশের বিরুদ্ধে ছিল? তাহলে তারা কেন আমাদের ওপর হামলা করল, লাঠিচার্জ করল। আজকের এই প্রোগ্রামে কি লাঠিচার্জের নির্দেশনা ছিল? পুলিশ অতি উৎসাহী হয়ে লাঠিচার্জ করায় আমাদের নারী নেত্রী ফাতিমা তাসনিমসহ আরও অনেকেই আহত হয়েছেন।’
লাঠিচার্জের বিষয়ে জিজ্ঞেস করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘আজকের প্রোগ্রামের জন্য কোনো দলেরই অনুমতি ছিল না। সেই হিসেবে আমরা কাউকেই প্রোগ্রাম করতে দিইনি৷ অন্যরা আমাদের নিষেধ শুনেছে কিন্তু ওরা (গণঅধিকার পরিষদ) শোনে নাই ৷ তখন এ রকম হতে পারে।’
নূরুল হক বলেন, ‘জনগণের কোটি কোটি টাকা খরচ করে সংসদ পরিচালনা করতে হয়৷ আজ দেশে একটি ডামি নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশনে বসেছে ৷ আমরা এটার বিরোধিতা করে মিছিল নিয়ে বের হয়েছি, সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের এই কালো পতাকা মিছিলকে কাউয়া কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) বলেছে এটা শোকের মিছিল, কান্নার মিছিল। দেশে কোনো ভোট হয়নি, ভোট হলে এই কাউয়া কাদের রাস্তায় কা কা করে বেড়াতেন। একটা ভোটও পেতেন না।’
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামানসহ আরও অনেকে।
আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে দীর্ঘ পনেরো বছর পর আমরা এমন একটা ভোট দেখতে পেরেছি, আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি।
২ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবছে, সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ দেশের ছাত্র-জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না।নারায়ণগঞ্জ, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জেলার খবর
১৪ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিমানের লন্ডন-সিলেট-ঢাকার রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ। তবে প্রস্তাবটি খালেদা জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্য সহযাত্রীদের ভোগান্তি এবং কষ্টের কথা বিবেচনা করে
১৪ ঘণ্টা আগেস্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। একমাত্র কন্যা জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি। অবশেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান।
১৪ ঘণ্টা আগে