নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যমান শাসনব্যবস্থার সংস্কার না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে, জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তাঁর বক্তব্যে বলেন, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের ওপর দাঁড়িয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। তিনি মনে করেন, শাসনব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। ফ্যাসিবাদী শাসক যে ব্যবস্থাপনার ওপর দাঁড়িয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন, মানুষের সব অধিকার হরণ করেছিলেন এবং জনগণের সম্পদ লুণ্ঠন করেছিলেন, ‘আয়ানঘর’ প্রতিষ্ঠাসহ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছিলেন—সেই রাষ্ট্রের সব কাঠামো এখন তলানিতে।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই বিদ্যমান ব্যবস্থার ওপর দাঁড়িয়ে এটিকে পুনর্বিন্যাস না করে কিংবা নতুন ক্ষমতায়নের দিকে গেলে পুরোনো ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা থাকবে।’
জাতীয় সনদ তৈরির উদ্যোগকে যৌক্তিক ও কার্যকর মন্তব্য করে স্বপন বলেন, জাতীয় সনদ তৈরির জন্য যে কাজগুলো হচ্ছে, তা আজ, আগামীকাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। তিনি বলেন, ‘তারা যতটুকু ঐকমত্য তৈরি করতে পারবেন, সেটি স্থায়ী হবে। তবে আগামী প্রজন্ম রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করার ক্ষেত্রে এই দলিল থেকে সহায়তা নিতে পারবে।’ শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা দরকার।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের বিষয়ে জেএসডি তাদের লিখিত মতামত জানিয়েছে। তারা ১১৯টি প্রস্তাবে একমত, ১৭টি প্রস্তাবে দ্বিমত, ২৭টি প্রস্তাবে আংশিকভাবে একমত এবং ৩টি প্রস্তাবে কোনো মতামত নেই বলে জানিয়েছে।
সংলাপে শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে আট সদস্যের জেএসডি প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সহসভাপতি সিরাজ মিয়া, সানোয়ার হোসেন তালুকদার, কে এম জাবির, তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী এবং উপদেষ্টা পরিষদের সদস্য ড. হেলালুজ্জামান।
বিদ্যমান শাসনব্যবস্থার সংস্কার না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে, জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তাঁর বক্তব্যে বলেন, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের ওপর দাঁড়িয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। তিনি মনে করেন, শাসনব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। ফ্যাসিবাদী শাসক যে ব্যবস্থাপনার ওপর দাঁড়িয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন, মানুষের সব অধিকার হরণ করেছিলেন এবং জনগণের সম্পদ লুণ্ঠন করেছিলেন, ‘আয়ানঘর’ প্রতিষ্ঠাসহ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছিলেন—সেই রাষ্ট্রের সব কাঠামো এখন তলানিতে।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই বিদ্যমান ব্যবস্থার ওপর দাঁড়িয়ে এটিকে পুনর্বিন্যাস না করে কিংবা নতুন ক্ষমতায়নের দিকে গেলে পুরোনো ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা থাকবে।’
জাতীয় সনদ তৈরির উদ্যোগকে যৌক্তিক ও কার্যকর মন্তব্য করে স্বপন বলেন, জাতীয় সনদ তৈরির জন্য যে কাজগুলো হচ্ছে, তা আজ, আগামীকাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। তিনি বলেন, ‘তারা যতটুকু ঐকমত্য তৈরি করতে পারবেন, সেটি স্থায়ী হবে। তবে আগামী প্রজন্ম রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করার ক্ষেত্রে এই দলিল থেকে সহায়তা নিতে পারবে।’ শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা দরকার।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের বিষয়ে জেএসডি তাদের লিখিত মতামত জানিয়েছে। তারা ১১৯টি প্রস্তাবে একমত, ১৭টি প্রস্তাবে দ্বিমত, ২৭টি প্রস্তাবে আংশিকভাবে একমত এবং ৩টি প্রস্তাবে কোনো মতামত নেই বলে জানিয়েছে।
সংলাপে শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে আট সদস্যের জেএসডি প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সহসভাপতি সিরাজ মিয়া, সানোয়ার হোসেন তালুকদার, কে এম জাবির, তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী এবং উপদেষ্টা পরিষদের সদস্য ড. হেলালুজ্জামান।
বটগাছ প্রতীক চায় খেলাফত আন্দোলনের একাংশ। গতকাল রোববার বিকেলে দলটির একটি প্রতিনিধিদল এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের এই অংশের মহাসচিব মো. ফখরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্দেশ্য বাস্তবায়নে দলটি দিলশানা পারুলকে কো-অর্ডিনেটর করে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
৬ ঘণ্টা আগেরাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে আবারও তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। যথারীতি দলটির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবারও এসব সমাবেশের আয়োজন করবে। আগামী ৭ মে চট্টগ্রাম থেকে বিভাগীয় শহরের তারুণ্যের এই সমাবেশের যাত্রা শুরু হবে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সোমবার
৭ ঘণ্টা আগেবাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট নিরসনে ‘ইন্ডিপেনডেন্ট আরাকান স্টেট’ (স্বাধীন আরাকান রাষ্ট্র) গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে নিরাপদ পুনর্বাসনের স্থায়ী সমাধান
৭ ঘণ্টা আগে