নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান করোনা পরিস্থিতিতে সাংগঠনিক স্থবিরতা কাটাতে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা। প্রায় এক বছর পর আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
করোনা সংক্রমণের মধ্যে গত বছরের ৩ অক্টোবর দলটির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে সময় স্বাস্থ্যবিধি মেনে ৮১ সদস্যের মধ্যে ৩২ সদস্য উপস্থিত ছিলেন। এক বছর পর অনুষ্ঠিত কালকের সভায় উপস্থিত থাকবেন প্রায় ৫০ জনের মতো নেতা। তাঁর মধ্যে সভাপতিমণ্ডলীর ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সব সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ১২ জন এবং কার্যনির্বাহী সদস্য ১০ জন উপস্থিত থাকবেন। আমন্ত্রিত সব নেতার ইতিমধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে। যাঁরা নেগেটিভ হবেন তাঁরাই যাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সম্পাদক-মণ্ডলীর এক সদস্য বলেন, ‘আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। ফল নেগেটিভ হলেই বৃহস্পতিবারের সভায় যেতে পারব।’
সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম, করোনা পরিস্থিতি এবং সামনে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন, সেটা নিয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে।’
আওয়ামী লীগের নেতারা বলছেন, করোনার এই মহামারিতে দলীয় নেতা-কর্মীরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন শুরু থেকে। কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সেই স্থবিরতা কাটিয়ে ওঠার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচন তো কাছেই। নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে হবে। যেসব জায়গায় সমস্যা আছে, তা চিহ্নিত করে সমাধান করতে হবে।
আওয়ামী লীগের নেতারা বলেন, তৃণমূলে দলীয় কর্মকাণ্ড জনমুখী ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য সংগঠন ঢেলে সাজাতে হবে। যাতে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গাটা আরও জোরালো হয়। মানুষের কাছে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার কর্মপরিকল্পনা তুলে ধরার রোডম্যাপ চূড়ান্ত করা হবে বৈঠকে। যাতে আগামী নির্বাচন ঘিরে আমাদের প্রচার-প্রচারণা এখন থেকেই শুরু করা যায়।
সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘এক বছর পর আমাদের কার্যনির্বাহী বৈঠক হতে যাচ্ছে। সেখানে সার্বিক সব বিষয়ে আলোচনা হবে। নেত্রী এই মাসের ১৮ তারিখের দিকে যুক্তরাষ্ট্র যাবেন। প্রায় ১৫-২০ দিন দেশে থাকবেন না। তিনি আমাদের দিকনির্দেশনা দেবেন।’
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু কাছাকাছি চলে আসছে। সেখানে সংগঠনকে জোরদার করার বিষয়; প্রান্তিক পর্যায় থেকে জেলা পর্যন্ত যেসব কমিটির সম্মেলন অসমাপ্ত রয়েছে সেগুলো করা; যেগুলো হয়েছে সেগুলোর কমিটি পূর্ণাঙ্গ করা নিয়ে আলোচনা হবে।
চলমান করোনা পরিস্থিতিতে সাংগঠনিক স্থবিরতা কাটাতে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা। প্রায় এক বছর পর আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
করোনা সংক্রমণের মধ্যে গত বছরের ৩ অক্টোবর দলটির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে সময় স্বাস্থ্যবিধি মেনে ৮১ সদস্যের মধ্যে ৩২ সদস্য উপস্থিত ছিলেন। এক বছর পর অনুষ্ঠিত কালকের সভায় উপস্থিত থাকবেন প্রায় ৫০ জনের মতো নেতা। তাঁর মধ্যে সভাপতিমণ্ডলীর ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সব সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ১২ জন এবং কার্যনির্বাহী সদস্য ১০ জন উপস্থিত থাকবেন। আমন্ত্রিত সব নেতার ইতিমধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে। যাঁরা নেগেটিভ হবেন তাঁরাই যাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সম্পাদক-মণ্ডলীর এক সদস্য বলেন, ‘আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। ফল নেগেটিভ হলেই বৃহস্পতিবারের সভায় যেতে পারব।’
সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম, করোনা পরিস্থিতি এবং সামনে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন, সেটা নিয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে।’
আওয়ামী লীগের নেতারা বলছেন, করোনার এই মহামারিতে দলীয় নেতা-কর্মীরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন শুরু থেকে। কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সেই স্থবিরতা কাটিয়ে ওঠার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচন তো কাছেই। নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে হবে। যেসব জায়গায় সমস্যা আছে, তা চিহ্নিত করে সমাধান করতে হবে।
আওয়ামী লীগের নেতারা বলেন, তৃণমূলে দলীয় কর্মকাণ্ড জনমুখী ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য সংগঠন ঢেলে সাজাতে হবে। যাতে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গাটা আরও জোরালো হয়। মানুষের কাছে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার কর্মপরিকল্পনা তুলে ধরার রোডম্যাপ চূড়ান্ত করা হবে বৈঠকে। যাতে আগামী নির্বাচন ঘিরে আমাদের প্রচার-প্রচারণা এখন থেকেই শুরু করা যায়।
সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘এক বছর পর আমাদের কার্যনির্বাহী বৈঠক হতে যাচ্ছে। সেখানে সার্বিক সব বিষয়ে আলোচনা হবে। নেত্রী এই মাসের ১৮ তারিখের দিকে যুক্তরাষ্ট্র যাবেন। প্রায় ১৫-২০ দিন দেশে থাকবেন না। তিনি আমাদের দিকনির্দেশনা দেবেন।’
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু কাছাকাছি চলে আসছে। সেখানে সংগঠনকে জোরদার করার বিষয়; প্রান্তিক পর্যায় থেকে জেলা পর্যন্ত যেসব কমিটির সম্মেলন অসমাপ্ত রয়েছে সেগুলো করা; যেগুলো হয়েছে সেগুলোর কমিটি পূর্ণাঙ্গ করা নিয়ে আলোচনা হবে।
কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা। জোটের নেতারা বলেছেন, সরকার গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে গণ-অভ্যুত্থানের
১০ মিনিট আগেকুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামসহ সব বিচারবহির্ভূত হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সমাবেশে দলের নেতারা অভিযোগ করেছেন, মবের মাধ্যমে কয়েকজনকে হত্যার পরে এসব ঘটনায় সরকার ব্যবস্থা না নিয়ে আরও উসকে দিচ্ছে।
১২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার যে কী করতে চায়, আমি বুঝি না। আর তারা নিজেরাও জানে কি না, বোঝে কি না, তারা কী করতে চায়। তারা একটা গোলকধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে।’
৩ ঘণ্টা আগেকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর না ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওত
৩ ঘণ্টা আগে