নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাঠ শূন্য করে এই দেশের একক সম্রাজ্ঞী হয়ে থাকতে চান প্রধানমন্ত্রী। তাই নির্বিচারে গ্রেপ্তার চলছে।
আবারও একটি নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গোপন বৈঠক হচ্ছে, গণভবনে সলাপরামর্শ হচ্ছে।’ তবে এসব করে লাভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি। তিনি বলেন, ‘সরকারের সময় শেষ, পতন হবে। জনগণ জীবন হাতের মুঠোয় নিয়ে রাস্তায় নেমেছে।’
আজ শুক্রবার বিকলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নেতা-কর্মী আটকের চিত্র তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে ৫ ও ৬ নভেম্বর ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালিত হবে। সরকারের কোনো উসকানিতে আমাদের দলের কোনো নেতা-কর্মী বা গণতান্ত্রিক সংগ্রামে রাজনৈতিক যেসব দল অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করে যাবে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা মনে করি, চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, একটা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন। এটা একটা আদর্শের আন্দোলন। এটা ন্যায়সংগত আন্দোলন, একজন বিবেকবান মানুষের বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যাঁরা সমর্থন দেবেন, তাঁরা যেই হোন না কেন, তাঁরা প্রত্যেকেই গণতান্ত্রিক এই যুদ্ধের সারথি হিসেবে থাকবেন। এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে।’
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের আটকের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিএনপির অন্তত ২৯২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ১১টি মামলা হয়েছে এবং অন্তত ১ হাজার ৪৫ জনকে আসামি করা হয়েছে।’
দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাঠ শূন্য করে এই দেশের একক সম্রাজ্ঞী হয়ে থাকতে চান প্রধানমন্ত্রী। তাই নির্বিচারে গ্রেপ্তার চলছে।
আবারও একটি নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গোপন বৈঠক হচ্ছে, গণভবনে সলাপরামর্শ হচ্ছে।’ তবে এসব করে লাভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি। তিনি বলেন, ‘সরকারের সময় শেষ, পতন হবে। জনগণ জীবন হাতের মুঠোয় নিয়ে রাস্তায় নেমেছে।’
আজ শুক্রবার বিকলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নেতা-কর্মী আটকের চিত্র তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে ৫ ও ৬ নভেম্বর ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালিত হবে। সরকারের কোনো উসকানিতে আমাদের দলের কোনো নেতা-কর্মী বা গণতান্ত্রিক সংগ্রামে রাজনৈতিক যেসব দল অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করে যাবে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা মনে করি, চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, একটা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন। এটা একটা আদর্শের আন্দোলন। এটা ন্যায়সংগত আন্দোলন, একজন বিবেকবান মানুষের বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যাঁরা সমর্থন দেবেন, তাঁরা যেই হোন না কেন, তাঁরা প্রত্যেকেই গণতান্ত্রিক এই যুদ্ধের সারথি হিসেবে থাকবেন। এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে।’
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের আটকের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিএনপির অন্তত ২৯২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ১১টি মামলা হয়েছে এবং অন্তত ১ হাজার ৪৫ জনকে আসামি করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
৬ ঘণ্টা আগেনির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
৮ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
১৩ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে