Ajker Patrika

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮ দেশের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২: ৩৯
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮ দেশের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) আট দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার সকাল ১০টায় গুলশান-২-এর একটি বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ অংশ নেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, মানবাধিকার পরিস্থিতি দেখছে তারা। নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, সেদিকে তাদের দৃষ্টি আছে। নির্বাচন নিয়ে দেশের বাইরেও শঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। তারা জানতে চাইছে কীভাবে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে এবং কীভাবে এটাকে অংশগ্রহণমূলক করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত