নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণের পাশাপাশি সরকার কূটনীতিকদেরও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগ নিয়ে আমির খসরু বলেন, ‘দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা যেভাবে চেপে রাখতে চাচ্ছে, একইভাবে এখন কূটনীতিকদেরও ভয় ভীতি দেখিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। যাতে করে তাদের অবৈধ শাসনকে তারা টিকিয়ে রাখতে পারে।’
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতার বাসায় যান রাষ্ট্রদূত। সেখানে ‘মায়ের ডাক’ সংগঠনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষের কথা তুলে ধরেন পিটার ডি হাস।
এই গভীর উদ্বেগ জানিয়ে আমির খসরু বলেন, একদিকে বাংলাদেশের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘বলা হচ্ছে যে, তাদের বলা হয়নি। তার মানে বলে গেলে নিরাপত্তা পাবেন আর বলে না গেলে নিরাপত্তা পাবেন না? তারা তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য আরেকটি অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা তো আইনবিরোধী। এটা যে সরকারের মদদে ঘটেছে, সেটা তাদের মন্ত্রীদের কথা বার্তায় পরিষ্কার। তারা চাচ্ছে যে, এ রকম একটা ঘটনা ঘটুক। এর মধ্য দিয়ে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হোক।’
ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণের পাশাপাশি সরকার কূটনীতিকদেরও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগ নিয়ে আমির খসরু বলেন, ‘দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা যেভাবে চেপে রাখতে চাচ্ছে, একইভাবে এখন কূটনীতিকদেরও ভয় ভীতি দেখিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। যাতে করে তাদের অবৈধ শাসনকে তারা টিকিয়ে রাখতে পারে।’
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতার বাসায় যান রাষ্ট্রদূত। সেখানে ‘মায়ের ডাক’ সংগঠনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষের কথা তুলে ধরেন পিটার ডি হাস।
এই গভীর উদ্বেগ জানিয়ে আমির খসরু বলেন, একদিকে বাংলাদেশের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘বলা হচ্ছে যে, তাদের বলা হয়নি। তার মানে বলে গেলে নিরাপত্তা পাবেন আর বলে না গেলে নিরাপত্তা পাবেন না? তারা তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য আরেকটি অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা তো আইনবিরোধী। এটা যে সরকারের মদদে ঘটেছে, সেটা তাদের মন্ত্রীদের কথা বার্তায় পরিষ্কার। তারা চাচ্ছে যে, এ রকম একটা ঘটনা ঘটুক। এর মধ্য দিয়ে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হোক।’
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
১০ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
১৩ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১৬ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
১৭ ঘণ্টা আগে