নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণের পাশাপাশি সরকার কূটনীতিকদেরও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগ নিয়ে আমির খসরু বলেন, ‘দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা যেভাবে চেপে রাখতে চাচ্ছে, একইভাবে এখন কূটনীতিকদেরও ভয় ভীতি দেখিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। যাতে করে তাদের অবৈধ শাসনকে তারা টিকিয়ে রাখতে পারে।’
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতার বাসায় যান রাষ্ট্রদূত। সেখানে ‘মায়ের ডাক’ সংগঠনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষের কথা তুলে ধরেন পিটার ডি হাস।
এই গভীর উদ্বেগ জানিয়ে আমির খসরু বলেন, একদিকে বাংলাদেশের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘বলা হচ্ছে যে, তাদের বলা হয়নি। তার মানে বলে গেলে নিরাপত্তা পাবেন আর বলে না গেলে নিরাপত্তা পাবেন না? তারা তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য আরেকটি অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা তো আইনবিরোধী। এটা যে সরকারের মদদে ঘটেছে, সেটা তাদের মন্ত্রীদের কথা বার্তায় পরিষ্কার। তারা চাচ্ছে যে, এ রকম একটা ঘটনা ঘটুক। এর মধ্য দিয়ে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হোক।’
ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণের পাশাপাশি সরকার কূটনীতিকদেরও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগ নিয়ে আমির খসরু বলেন, ‘দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা যেভাবে চেপে রাখতে চাচ্ছে, একইভাবে এখন কূটনীতিকদেরও ভয় ভীতি দেখিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। যাতে করে তাদের অবৈধ শাসনকে তারা টিকিয়ে রাখতে পারে।’
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতার বাসায় যান রাষ্ট্রদূত। সেখানে ‘মায়ের ডাক’ সংগঠনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষের কথা তুলে ধরেন পিটার ডি হাস।
এই গভীর উদ্বেগ জানিয়ে আমির খসরু বলেন, একদিকে বাংলাদেশের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘বলা হচ্ছে যে, তাদের বলা হয়নি। তার মানে বলে গেলে নিরাপত্তা পাবেন আর বলে না গেলে নিরাপত্তা পাবেন না? তারা তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য আরেকটি অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা তো আইনবিরোধী। এটা যে সরকারের মদদে ঘটেছে, সেটা তাদের মন্ত্রীদের কথা বার্তায় পরিষ্কার। তারা চাচ্ছে যে, এ রকম একটা ঘটনা ঘটুক। এর মধ্য দিয়ে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হোক।’
ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৩ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ না থাকলে জুলাই অভ্যুত্থান সফল হতো না। অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনেও নারীর অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৩ ঘণ্টা আগেদাবি-দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে
৪ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা। জোটের নেতারা বলেছেন, সরকার গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে গণ-অভ্যুত্থানের
৫ ঘণ্টা আগে