Ajker Patrika

আবার ওই গোঁজামিল: বাজেট প্রসঙ্গে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২৩, ২০: ২০
আবার ওই গোঁজামিল: বাজেট প্রসঙ্গে ফখরুল

প্রস্তাবিত বাজেটকে (২০২৩-২৪) ‘গোঁজামিলের বাজেট’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আবার ওই গোঁজামিল। দুইয়ে দুইয়ে চার হয়। এক, দুই, তিন এভাবে মিলিয়ে একটা করেছে।’ 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মন্ত্রী বলছেন যে একটা চমৎকার বাজেট হয়েছে। সরকার বলছে একটা সুন্দর বাজেট, যেটা নাকি পরিবর্তন আনবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রিত মিডিয়া, তারাই বলছে, এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারে না। যে মূল্য বৃদ্ধি, ভয়ংকর একটা অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়ার দরকার ছিল, সেই বাজেট দিতে তারা (সরকার) সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’

বাজেট প্রসঙ্গে ফখরুল আরও বলেন, ‘কীভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কীভাবে প্রবৃদ্ধি অর্জন হবে, সে সম্পর্কে সুস্পষ্ট কোনো কিছু নাই। এরা সব সময় মানুষকে প্রতারণা করে, বিভ্রান্ত করে। আজকেও একই কাজগুলো তারা করেছে।’ 

সরকার পতনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। এরা প্রতি মুহূর্তে, প্রতিদিন আমাদের জাতির ভবিষ্যৎকে নষ্ট করছে, আমাদের সম্ভাবনাকে নষ্ট করছে, সবকিছুকে বিলীন করে দিচ্ছে।’ 

সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদের খুব পরিষ্কার কথা—আমরা এ কথা বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় আনো। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা একটা অবাধ নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সেই নির্বাচন কখনই সুষ্ঠু হবে না।’ 

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘দাবি আমাদের একটাই—দয়া করে বিদায় হও। অনেক করেছ, এনাফ ইজ এনাফ। আর জাতির কষ্ট না বাড়িয়ে পদত্যাগ করে বিদায় হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানে মানে বিদায় হও। তা না হলে এ দেশের মানুষ কীভাবে বিদায় করতে হয়, তা খুব ভালো করে জানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত