Ajker Patrika

ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের আহ্বান ১৪ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের আহ্বান ১৪ দলীয় জোটের

তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যাসহ ভারত এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় যে সমস্যা রয়েছে তার দ্রুত সমাধানে ভারতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। বাংলাদেশ সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আন্তর্জাতিকবিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়ালের সঙ্গে আজ সোমবার এক বৈঠকে এমন আহ্বান জানান নেতারা। রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে অংশ নেন নেতারা।

জোটের নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ।

বৈঠকে বিজেপি নেতা বিজয় মুরলিধর বাংলাদেশের রাজনৈতিক দল ও দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে বাংলাদেশে এসেছেন বলে ১৪ দলীয় জোটের নেতাদের জানিয়েছেন।

বৈঠক শেষে আমির হোসেন আমু আলোচনার ব্যাপারে বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে তারা বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় সংযোগ স্থাপন করছেন। ভারত সম্পর্কে আমাদের মতামত, আমরা কি চায়, কোনো ব্যতিক্রম আছে কিনা ইত্যাদি নানান বিষয়। মূলত সম্পর্কের উন্নয়নের জন্য যা যা জানা ও বোঝার দরকার, সেগুলোর বোঝাপড়া করার জন্যই তাদের এই আগমন।

তিস্তার অভিন্ন পানি বণ্টন সমস্যার সমাধান এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে উদ্বেগের কথা বিজেপি নেতা জানিয়েছেন বলে জানান আমু। তিনি বলেন, ‘অনেক সময় শুনি যে আসামে যারা মাইগ্রেট করেছে, তাদের ফেরত দেওয়া … এগুলো যাতে না হয়। এটা নিয়ে আমাদের স্পর্শকাতর ব্যাপার রয়েছে। এটা আমরা তুলে ধরেছি। উনি বলেছেন, আমাদের বক্তব্য যথাযথ জায়গায় পৌঁছে দেবেন এবং এই ব্যাপারে তার ভূমিকা রাখবেন।’

বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে। এখন নতুন করে আশাব্যঞ্জক কোনো কিছু বলেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে আমু বলেন, ‘এর বেশি আশাব্যঞ্জক কি বলবে? এটা দলীয় আলোচনা, সরকারি পর্যায়ের না। তিনিও সরকারে নাই, আমরাও সরকারে নাই। তিনি সরকারি দলের লোক, আমরাও সরকারি দলের লোক। এখন আলোচনা হতে হতে একটা সমাধান আসবে। অনেকবারই অনেক আলোচনা হবে। যেটা আপনারা উত্থাপন করেছেন, সেটা সঠিক। যেটা আলোচনা হয়, আশ্বাস হয়, কিন্তু হয় না। কিন্তু এইভাবে হতে হতে একটা সময় সমাধান হতে হবে।’ 

আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান আমির হোসেন আমু।

বৈঠকে অংশ নেওয়া ১৪ দলীয় জোটের এক নেতা বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছি। আমাদের সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক যোগাযোগের ভারতের ট্রানজিটের সমস্যার সমাধান করার জন্য বলেছি। আমরা বলেছি, এটা দ্বিপক্ষীয় সমস্যা, এর সমাধান না হলে এগুলো নিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিগুলো দুই দেশের সম্পর্ক অবনতির কাজে ব্যবহার করে। তাই সম্পর্ক ঠিক রাখতে হলে সাম্প্রদায়িক শক্তিকে এই সুযোগ দেওয়া উচিত না। তাই আপনাদের সমস্যার সমাধান করা উচিত।’ 

এই নেতা বলেছেন, ‘উনি (বিজয় মুরলিধর চৌথাইওয়াল) আমাদের বলেছেন, ভারত সরকারকে এই সফরের বিষয়গুলো পজেটিভলি বলব সমস্যা সমাধানের দিকে এগিয়ে নিতে। বাংলাদেশের উদ্বেগগুলো আমরা বুঝছি।’ 

এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিজয় মুরলিধর চৌথাইওয়ালের সঙ্গে বৈঠক করেন। দলটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। 

বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত