নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক বাজারে কমলেও দফায় দফায় ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটির নেতা-কর্মীরা।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কৃষকেরা ফসল উৎপাদনে চরম লোকসান দিচ্ছে, এরই মধ্যে আবারও সকল প্রকার সারের দাম বাড়ানো হলো। এতে বিঘাপ্রতি কৃষকের মোট ৮৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। বিভিন্ন কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি হচ্ছে। অথচ কৃষক তাঁর ফসলের লাভজনক দাম পাচ্ছে না।
তিনি আরও বলেন, সরকারি সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও বছরের অধিকাংশ সময় কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকে। এ সময় তিনি সার কারখানা আধুনিকায়ন করে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নিয়মিত সার উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকারের গৃহীত এই সিদ্ধান্ত একটি কৃষক ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। পৃথিবীতে করোনাকালে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সরকারের উচিত কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেটা না করে ব্যবসায়ী-মুনাফালোভী এবং মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। যা আমাদের কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আক্তার, আবিদ হোসেন প্রমুখ।
আন্তর্জাতিক বাজারে কমলেও দফায় দফায় ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটির নেতা-কর্মীরা।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কৃষকেরা ফসল উৎপাদনে চরম লোকসান দিচ্ছে, এরই মধ্যে আবারও সকল প্রকার সারের দাম বাড়ানো হলো। এতে বিঘাপ্রতি কৃষকের মোট ৮৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। বিভিন্ন কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি হচ্ছে। অথচ কৃষক তাঁর ফসলের লাভজনক দাম পাচ্ছে না।
তিনি আরও বলেন, সরকারি সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও বছরের অধিকাংশ সময় কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকে। এ সময় তিনি সার কারখানা আধুনিকায়ন করে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নিয়মিত সার উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকারের গৃহীত এই সিদ্ধান্ত একটি কৃষক ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। পৃথিবীতে করোনাকালে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সরকারের উচিত কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেটা না করে ব্যবসায়ী-মুনাফালোভী এবং মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। যা আমাদের কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আক্তার, আবিদ হোসেন প্রমুখ।
ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে...
২০ মিনিট আগে১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
৩ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৫ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুর রহমানের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৬ ঘণ্টা আগে