নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক বাজারে কমলেও দফায় দফায় ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটির নেতা-কর্মীরা।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কৃষকেরা ফসল উৎপাদনে চরম লোকসান দিচ্ছে, এরই মধ্যে আবারও সকল প্রকার সারের দাম বাড়ানো হলো। এতে বিঘাপ্রতি কৃষকের মোট ৮৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। বিভিন্ন কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি হচ্ছে। অথচ কৃষক তাঁর ফসলের লাভজনক দাম পাচ্ছে না।
তিনি আরও বলেন, সরকারি সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও বছরের অধিকাংশ সময় কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকে। এ সময় তিনি সার কারখানা আধুনিকায়ন করে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নিয়মিত সার উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকারের গৃহীত এই সিদ্ধান্ত একটি কৃষক ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। পৃথিবীতে করোনাকালে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সরকারের উচিত কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেটা না করে ব্যবসায়ী-মুনাফালোভী এবং মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। যা আমাদের কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আক্তার, আবিদ হোসেন প্রমুখ।
আন্তর্জাতিক বাজারে কমলেও দফায় দফায় ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটির নেতা-কর্মীরা।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কৃষকেরা ফসল উৎপাদনে চরম লোকসান দিচ্ছে, এরই মধ্যে আবারও সকল প্রকার সারের দাম বাড়ানো হলো। এতে বিঘাপ্রতি কৃষকের মোট ৮৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। বিভিন্ন কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি হচ্ছে। অথচ কৃষক তাঁর ফসলের লাভজনক দাম পাচ্ছে না।
তিনি আরও বলেন, সরকারি সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও বছরের অধিকাংশ সময় কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকে। এ সময় তিনি সার কারখানা আধুনিকায়ন করে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নিয়মিত সার উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকারের গৃহীত এই সিদ্ধান্ত একটি কৃষক ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। পৃথিবীতে করোনাকালে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সরকারের উচিত কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেটা না করে ব্যবসায়ী-মুনাফালোভী এবং মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। যা আমাদের কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আক্তার, আবিদ হোসেন প্রমুখ।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবছে, সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ দেশের ছাত্র-জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না।নারায়ণগঞ্জ, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জেলার খবর
৮ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিমানের লন্ডন-সিলেট-ঢাকার রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ। তবে প্রস্তাবটি খালেদা জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্য সহযাত্রীদের ভোগান্তি এবং কষ্টের কথা বিবেচনা করে
৮ ঘণ্টা আগেস্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। একমাত্র কন্যা জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি। অবশেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান।
৯ ঘণ্টা আগেসমাবেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদের রাজপথে নেমে আসতে হচ্ছে, রাজপথে কথা বলতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই মনে করি।’
১০ ঘণ্টা আগে