Ajker Patrika

নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন জাতীয় সংকট: তৈমুর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪: ৩১
নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন জাতীয় সংকট: তৈমুর আলম

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে কঠিন জাতীয় সংকট সৃষ্টি হবে।’ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-৫ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়ের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের ওপর ভিত্তি করে তৃণমূল বিএনপি নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে তৈমুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে কমিটমেন্ট করেছেন—আগামী নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। আমরা গতকালই দেখেছি বড় বড় শোডাউন করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রূপগঞ্জের সরকারি দলের প্রার্থী অস্ত্র প্রদর্শন করে নমিনেশনপত্র জমা দিয়েছেন। তার পেপার কাটিং আমি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। সরকারপ্রধান যে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্টের ওপর ভিত্তি করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করি তিনি তাঁর কমিটমেন্ট রক্ষা করতে সক্ষম হবেন।’

দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফের মনোনয়ন জমা দিতে মিছিলসহ আসেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। এ সময় তাঁর সঙ্গে প্রায় অর্ধশত নেতা-কর্মী ছিলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। সেই সঙ্গে দলীয় প্রতীকের নাম উচ্চারণ করে মিছিলও করেন নেতা-কর্মীরা।

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত