Ajker Patrika

বিএনপি-জামায়াতের ৬৭২ নেতা-কর্মী মুক্ত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১১: ৫৮
বিএনপি-জামায়াতের ৬৭২ নেতা-কর্মী মুক্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৭২ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গল ও গতকাল বুধবার তাঁরা মুক্তি পান।

প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে গতকাল বুধবার ৮০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৩৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক বিএনপি-জামায়াতের নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন। ৩ আগস্ট রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।

কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, ‘আদালত থেকে জামিন পাওয়া দুই দিনে রাজশাহীর ৪২০ জন কারাবন্দী মুক্তি পেয়েছেন।’

ময়মনসিংহ: মঙ্গল ও বুধবার দুই দিনে ময়মনসিংহে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ১৮০ জন নেতা-কর্মী। তাঁরা ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলে তাঁদের কারাগার থেকে মুক্ত করা হয়।

পিরোজপুর: জেলা জামায়াতের আমিরসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ৪০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা গতকাল জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীরা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন। মুক্তিপ্রাপ্তরা জানিয়েছেন, পুলিশ তাঁদের বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত