নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করতে ২০ গাড়ি বোঝাই সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার রাত ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সাধারণ মানুষের গণতন্ত্র হরণ হয়েছে। নেতা-কর্মীদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র উঁচিয়ে ঘোরাঘুরি করছে তাঁদের কিছু বলা হচ্ছে না। আমরা খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ গাড়ি বোঝাই করে সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে, বিএনপির ওপর হামলা করার উদ্দেশ্যে।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আমরা এও খবর পেয়েছি চট্টগ্রামের আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঢাকায় অস্ত্রসহ ক্যাডারেরা ঘুরছে। শুধুমাত্র বিএনপির সমাবেশকে বানচাল করার জন্য। যেখানে বিএনপির নেতা-কর্মীরা আসছে উৎসব মুখর পরিবেশে সমাবেশ করতে। এই শান্তিপূর্ণ সমাবেশকে কীভাবে নষ্ট করা যায় তা আওয়ামী লীগ চিন্তা করছে।’
তিনি বলেন, ‘আমাদের কেউ নেই। প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সবই তাদের। তারপরও আমাদের নেতা-কর্মীরা সব বাধা পার হয়ে সমাবেশে আসছেন। সরকার শুধু চাচ্ছে বিএনপির সমাবেশে যাতে লোক কম হয়, সে ব্যবস্থা তারা নিচ্ছে। এত কিছুর পরও তাদের থামিয়ে রাখতে পারছে না এই অবৈধ সরকার।’
নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘রাত্রিযাপন করার জন্য সকল নেতা-কর্মীদের যার যার জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজ রাতে কোনো নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেবেন না।’
এ সময় মহাসমাবেশে ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মীদের পুলিশের দ্বারা আটক, তল্লাশি ও হয়রানির অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতারা।
সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করতে ২০ গাড়ি বোঝাই সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার রাত ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সাধারণ মানুষের গণতন্ত্র হরণ হয়েছে। নেতা-কর্মীদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র উঁচিয়ে ঘোরাঘুরি করছে তাঁদের কিছু বলা হচ্ছে না। আমরা খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ গাড়ি বোঝাই করে সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে, বিএনপির ওপর হামলা করার উদ্দেশ্যে।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আমরা এও খবর পেয়েছি চট্টগ্রামের আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঢাকায় অস্ত্রসহ ক্যাডারেরা ঘুরছে। শুধুমাত্র বিএনপির সমাবেশকে বানচাল করার জন্য। যেখানে বিএনপির নেতা-কর্মীরা আসছে উৎসব মুখর পরিবেশে সমাবেশ করতে। এই শান্তিপূর্ণ সমাবেশকে কীভাবে নষ্ট করা যায় তা আওয়ামী লীগ চিন্তা করছে।’
তিনি বলেন, ‘আমাদের কেউ নেই। প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সবই তাদের। তারপরও আমাদের নেতা-কর্মীরা সব বাধা পার হয়ে সমাবেশে আসছেন। সরকার শুধু চাচ্ছে বিএনপির সমাবেশে যাতে লোক কম হয়, সে ব্যবস্থা তারা নিচ্ছে। এত কিছুর পরও তাদের থামিয়ে রাখতে পারছে না এই অবৈধ সরকার।’
নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘রাত্রিযাপন করার জন্য সকল নেতা-কর্মীদের যার যার জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজ রাতে কোনো নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেবেন না।’
এ সময় মহাসমাবেশে ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মীদের পুলিশের দ্বারা আটক, তল্লাশি ও হয়রানির অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতারা।
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।। তিনি বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যাঁরা তেলবাজি ও সেলফিবাজি...
২ ঘণ্টা আগেআগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেচোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, ‘মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে, তারা আজ নিরাপদ। বেনজীরের মতো ব্যক্তি কীভাবে বিদেশে পালিয়ে যায়? সংস্কারের কথা যাঁরা বলেন, তাঁদের আমি বলব, সবার
৩ ঘণ্টা আগেভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুশ-ইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত— যেহেতু তিনিও বাঙালি মুসলমান। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছে, তাদের কোনো পুশ-ইন করা হচ্ছে না।
৫ ঘণ্টা আগে