Ajker Patrika

কর্মসূচি বানচালে ২০ গাড়ি ক্যাডার আনা হচ্ছে, অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৭: ৩২
কর্মসূচি বানচালে ২০ গাড়ি ক্যাডার আনা হচ্ছে, অভিযোগ রিজভীর

সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করতে ২০ গাড়ি বোঝাই সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ শুক্রবার রাত ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

রুহুল কবির রিজভী বলেন, ‘সাধারণ মানুষের গণতন্ত্র হরণ হয়েছে। নেতা-কর্মীদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র উঁচিয়ে ঘোরাঘুরি করছে তাঁদের কিছু বলা হচ্ছে না। আমরা খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ গাড়ি বোঝাই করে সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে, বিএনপির ওপর হামলা করার উদ্দেশ্যে।’ 

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আমরা এও খবর পেয়েছি চট্টগ্রামের আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঢাকায় অস্ত্রসহ ক্যাডারেরা ঘুরছে। শুধুমাত্র বিএনপির সমাবেশকে বানচাল করার জন্য। যেখানে বিএনপির নেতা-কর্মীরা আসছে উৎসব মুখর পরিবেশে সমাবেশ করতে। এই শান্তিপূর্ণ সমাবেশকে কীভাবে নষ্ট করা যায় তা আওয়ামী লীগ চিন্তা করছে।’ 

তিনি বলেন, ‘আমাদের কেউ নেই। প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সবই তাদের। তারপরও আমাদের নেতা-কর্মীরা সব বাধা পার হয়ে সমাবেশে আসছেন। সরকার শুধু চাচ্ছে বিএনপির সমাবেশে যাতে লোক কম হয়, সে ব্যবস্থা তারা নিচ্ছে। এত কিছুর পরও তাদের থামিয়ে রাখতে পারছে না এই অবৈধ সরকার।’ 

নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘রাত্রিযাপন করার জন্য সকল নেতা-কর্মীদের যার যার জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজ রাতে কোনো নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেবেন না।’ 

এ সময় মহাসমাবেশে ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মীদের পুলিশের দ্বারা আটক, তল্লাশি ও হয়রানির অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত