অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদচ্যুতির বিষয়ে বিএনপি সিদ্ধান্ত জানায়নি। দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে জানিয়েছেন নেতারা।
আজ শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অংশ নেন। সেখানে হাসনাতসহ দুই সংগঠনের ৭ জন নেতা ছিলেন।
দেড় ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বেরিয়ে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে তারা (বিএনপি নেতারা) আমাদের বক্তব্য জেনেছেন। খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, তারা আমাদের সব কথাই শুনেছেন। এ বিষয়ে তারা তাদের ফোরামে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আশা করি, তারা সেই জায়গাটা স্পষ্ট করবেন।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে হাসনাত বলেন, ‘আমরা তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি— প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক। সেটা কীভাবে করা যায় এবং ঘোষণা দেব, সে বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। দ্বিতীয়ত চুপ্পুর অপসারণটা কীভাবে আমরা দ্রুত সময়ের মধ্যে করতে পারি এবং সেক্ষেত্রে যে কোনো ধরণের সংকট কীভাবে এড়ানো যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্য ধরে রেখে এই সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা কীভাবে অব্যাহত রাখা যায়, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। বিএনপির নেতৃবৃন্দ আমাদের সব কথা শুনেছেন। তারা জানিয়েছেন আমাদের কাছ থেকে পাওয়া বার্তা নিয়ে তারা তাদের ফোরামে কথা বলবেন।’
বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের প্রথম ধাপ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি। এখন এই ফ্যাসিবাদ ব্যবস্থা পূর্ণাঙ্গ বিলোপের ক্ষেত্রে আরেকটি যে বাধা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে-চুপ্পুর (রাষ্ট্রপতি) অপসারণ এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এসব বিষয় নিয়ে আমরা গত দুই দিন ধরে দেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা আমাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, ফ্যাসিবাদ বিলোপে অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে আমরা আলাপ চালিয়েছি। আজকে আমরা বিএনপির সঙ্গে আলোচনা করেছি।’
হাসনাত বলেন, ‘গত দুই দিনে বিএনপির পাশাপাশি আমরা জামায়াতের সঙ্গে বসেছিলাম। ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের সঙ্গেও আমরা এ বিষয়গুলো নিয়ে কথা বলেছি। জামায়াতের জায়গা থেকে তারা এ বিষয়ে একমত প্রকাশ করেছে। ইতিমধ্যে তারা তাদের জায়গা থেকে বক্তব্য স্পষ্ট করেছেন যে, নৈতিক জায়গা থেকেই চুপ্পুর আর পদে থাকার গ্রহণযোগ্যতা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও একই কথা বলেছে। দ্রুততম সময়ে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা চুপ্পুর অপসারণ চায়।’
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা যে কথাটা বলতে চাই, চুপ্পু মাস্ট গো। আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না। তবে বাংলাদেশের স্বার্থের জন্য অবশ্যই করতে হবে। জনগণের এই দাবি নিয়ে আমরা মাঠে থাকব। নাগরিক কমিটি ছাত্রদের দাবিতে সমর্থন দিয়েছে এবং আমরা তাদের পাশে থাকব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদচ্যুতির বিষয়ে বিএনপি সিদ্ধান্ত জানায়নি। দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে জানিয়েছেন নেতারা।
আজ শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অংশ নেন। সেখানে হাসনাতসহ দুই সংগঠনের ৭ জন নেতা ছিলেন।
দেড় ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বেরিয়ে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে তারা (বিএনপি নেতারা) আমাদের বক্তব্য জেনেছেন। খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, তারা আমাদের সব কথাই শুনেছেন। এ বিষয়ে তারা তাদের ফোরামে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আশা করি, তারা সেই জায়গাটা স্পষ্ট করবেন।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে হাসনাত বলেন, ‘আমরা তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি— প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক। সেটা কীভাবে করা যায় এবং ঘোষণা দেব, সে বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। দ্বিতীয়ত চুপ্পুর অপসারণটা কীভাবে আমরা দ্রুত সময়ের মধ্যে করতে পারি এবং সেক্ষেত্রে যে কোনো ধরণের সংকট কীভাবে এড়ানো যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্য ধরে রেখে এই সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা কীভাবে অব্যাহত রাখা যায়, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। বিএনপির নেতৃবৃন্দ আমাদের সব কথা শুনেছেন। তারা জানিয়েছেন আমাদের কাছ থেকে পাওয়া বার্তা নিয়ে তারা তাদের ফোরামে কথা বলবেন।’
বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের প্রথম ধাপ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি। এখন এই ফ্যাসিবাদ ব্যবস্থা পূর্ণাঙ্গ বিলোপের ক্ষেত্রে আরেকটি যে বাধা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে-চুপ্পুর (রাষ্ট্রপতি) অপসারণ এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এসব বিষয় নিয়ে আমরা গত দুই দিন ধরে দেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা আমাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, ফ্যাসিবাদ বিলোপে অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে আমরা আলাপ চালিয়েছি। আজকে আমরা বিএনপির সঙ্গে আলোচনা করেছি।’
হাসনাত বলেন, ‘গত দুই দিনে বিএনপির পাশাপাশি আমরা জামায়াতের সঙ্গে বসেছিলাম। ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের সঙ্গেও আমরা এ বিষয়গুলো নিয়ে কথা বলেছি। জামায়াতের জায়গা থেকে তারা এ বিষয়ে একমত প্রকাশ করেছে। ইতিমধ্যে তারা তাদের জায়গা থেকে বক্তব্য স্পষ্ট করেছেন যে, নৈতিক জায়গা থেকেই চুপ্পুর আর পদে থাকার গ্রহণযোগ্যতা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও একই কথা বলেছে। দ্রুততম সময়ে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা চুপ্পুর অপসারণ চায়।’
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা যে কথাটা বলতে চাই, চুপ্পু মাস্ট গো। আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না। তবে বাংলাদেশের স্বার্থের জন্য অবশ্যই করতে হবে। জনগণের এই দাবি নিয়ে আমরা মাঠে থাকব। নাগরিক কমিটি ছাত্রদের দাবিতে সমর্থন দিয়েছে এবং আমরা তাদের পাশে থাকব।’
মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
৫ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
৮ ঘণ্টা আগেসংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের...
৮ ঘণ্টা আগে