Ajker Patrika

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের মুক্তির দাবিতে জামায়াতের কর্মসূচি নিয়ে যা বললেন প্রেস সচিব

অনলাইন ডেস্ক
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াত ইসলামীর কর্মসূচির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কর্মসূচি দেওয়ার অধিকার রাজনৈতিক দলের আছে। তবে তা নিয়মতান্ত্রিক হতে হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

জামায়াতের নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘কর্মসূচি দেওয়ার অধিকার সব রাজনৈতিক দলের আছে। আমরা চাই সেটা নিয়মতান্ত্রিক হোক। এটার কারণে আইনশৃঙ্খলার অবনতি না হোক। তবে জামায়াত নেতার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।’

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সিরিয়াস। ছাত্রদের মধ্যে আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হয় আমরা চায় না। সে বিষয়ে কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত