Ajker Patrika

শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, ঘোষণা আসবে ইশতেহারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪: ৩৬
শহীদ মিনারে এনসিপির সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ছবি: আজকের পত্রিকা
শহীদ মিনারে এনসিপির সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ছবি: আজকের পত্রিকা

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এই সমাবেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইশতেহারও ঘোষণা করবে দলটি। বিকেল ৪টায় শুরু হবে সমাবেশ। চলছে দলটির শেষ মুহূর্তের প্রস্তুতি।

‎আজ রোববার দুপুর ১২টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। বিছানো হচ্ছে লাল কার্পেট। দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান নেবেন। প্রস্তুত করা হয়েছে বক্তব্যের ডায়াস। বেদির দুপাশেই লাগানো হয়েছে ডিজিটাল মনিটর। শহীদ মিনারের লাল ও সাদা রঙে মিল রেখে সাজানো হচ্ছে পুরো এলাকা। এই সমাবেশ থেকেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ‎

‎মূল বেদির সামনের বেদিতে বসবেন বিভিন্ন স্তরের নেতারা। দুই পাশে লাগানো হয়েছে বড় কয়েকটি ফেস্টুন। সেখানে আবু সাঈদ, ওয়াসিম, রিকশায় তোলা মরদেহ, স্যালুট দেওয়া রিকশাচালক ও মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তার ছবি টাঙানো আছে, আঁকা রয়েছে আন্দোলনের সময়কার কিছু স্লোগান। সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। সমাবেশ সফল করতে দলটির স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।

‎বরগুনা জেলা থেকে আসা দলটির কর্মী মো. মেহেদী হাসান মাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দল থেকে ইশতেহার ঘোষণা করা হবে। সেই লক্ষে কেন্দ্রীয় নেতারা আজ দিকনির্দেশনা দেবেন। আমরা সেগুলো ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করব।’ ‎

সমাবেশকে কেন্দ্র করে শনিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একই সঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।’

‎নাহিদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা সই করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।’ ‎তিনি বলেন, ‘সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত