অনলাইন ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তাঁর দলের ওপর। সুতরাং, বিএনপি যদি ফ্যাসিস্টদের বিচার না করে তাহলে কে করবে—প্রশ্ন রেখেছেন তিনি। বলেছেন, বিএনপি এই বিচার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ফ্যাসিবাদীদের বিচার করতে চান। তারা মনে করছেন, রাজনৈতিক সরকার আসলে এই বিচার আর হবে না—এ বিষয়ে বিএনপির অবস্থান কী?
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ভুল কথা। বিচার তো রাজনৈতিক সরকারই করে। ফ্যাসিস্টদের নির্যাতন তো আমাদের ওপর সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং, আমরা ফ্যাসিস্টদের বিচার করব না তো কে করবে?’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই বিচার থেকে সরে যাওয়ার উপায় নেই। তবে তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। এটা চলবে এবং এটাকে অবশ্যই আমরা শেষ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের একটি খসড়া দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমরা মনে করি, এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। কারণ এখানে কিছু সংবেদনশীল বিষয় আছে। সংবিধানের বিষয় আছে। যেটা নিয়ে আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আবার সমমনা দলগুলোর সঙ্গেও কথা বলছি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তাঁর দলের ওপর। সুতরাং, বিএনপি যদি ফ্যাসিস্টদের বিচার না করে তাহলে কে করবে—প্রশ্ন রেখেছেন তিনি। বলেছেন, বিএনপি এই বিচার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ফ্যাসিবাদীদের বিচার করতে চান। তারা মনে করছেন, রাজনৈতিক সরকার আসলে এই বিচার আর হবে না—এ বিষয়ে বিএনপির অবস্থান কী?
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ভুল কথা। বিচার তো রাজনৈতিক সরকারই করে। ফ্যাসিস্টদের নির্যাতন তো আমাদের ওপর সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং, আমরা ফ্যাসিস্টদের বিচার করব না তো কে করবে?’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই বিচার থেকে সরে যাওয়ার উপায় নেই। তবে তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। এটা চলবে এবং এটাকে অবশ্যই আমরা শেষ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের একটি খসড়া দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমরা মনে করি, এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। কারণ এখানে কিছু সংবেদনশীল বিষয় আছে। সংবিধানের বিষয় আছে। যেটা নিয়ে আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আবার সমমনা দলগুলোর সঙ্গেও কথা বলছি।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
৯ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১২ ঘণ্টা আগেনির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই। কারণ, এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি।’
১২ ঘণ্টা আগেভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কোলে বসা যাবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ।
১৩ ঘণ্টা আগে