Ajker Patrika

পুনর্নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা বাম জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৮: ১৪
পুনর্নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা বাম জোটের

চলমান রাজনৈতিক সংকট দূর করতে জনসমর্থনহীন প্রহসনের নির্বাচনে ঘোষিত সংসদ ভেঙে দিয়ে, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম জোটের সঙ্গে যুগপৎ ধারায় কর্মসূচি পালন করবে দেশের অন্য বামপন্থী দল ও সংগঠনগুলো। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তামাশার নির্বাচনে গঠিত সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’ এ সময় তিনি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানান। 

এ ছাড়া তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, লুটপাট ও দুর্নীতি বন্ধ করে পাচারকৃত টাকা ফেরত আনতে কার্যক্রম ব্যবস্থা গ্রহণসহ বিরোধী মতাদর্শীদের নিপীড়ন, গ্রেপ্তার বন্ধ ও গ্রেপ্তারকৃত সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। 

এসব দাবি আদায়ে বাম গণতান্ত্রিক জোট ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। প্রিন্স বলেন, এ ছাড়া ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী সভা-সমাবেশ, মতবিনিময় সভার কর্মসূচি গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ জনজীবনের সংকট দূর, সম্পদ লুটপাটকারীদের শাস্তির দাবিতে দুদক, এনবিআরের সামনে অবস্থান, বিক্ষোভসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে। 

সংবাদ সম্মেলনে অন্য বক্তারা বলেন, বাংলাদেশে এই মুহূর্তে লুটেরা শাসক শ্রেণির নেতৃত্বদানকারী আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের ঘাড়ে চেপে বসেছে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক—সব দিক থেকেই শোষিত হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি, লুটপাট, মূল্যবৃদ্ধির জাঁতাকলে দুঃসহ হয়ে উঠেছে জীবন। এ অবস্থায় নীতিনিষ্ঠ রাজনৈতিক সংগ্রামে আশার আলো দেখাতে পারলেই জনগণ জেগে উঠবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত